আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: মুম্বই টেস্টেও হেরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে শেষবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই হেরেছিল ভারত। তার ২৪ বছর পরে আবারও এরমভাবে চুনকাম হতে হয় ভারতকে। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হেরে আবারও ২৪ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া। এই টেস্টে লড়াই চালিয়ে গেছিলেন ঋষভ পন্থ। তাও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

হোয়াইটওয়াশ রুখতে মাত্র ১৪৭ রানই করতে হত ভারতকে। যেই রানটা তোলা কঠিন কাজ ছিলনা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কাছে। কিন্তু বিশ্বসেরা ব্যাটিং হলেও, নিউজিল্যান্ড সিরিজে কোনও ব্যাটার তাঁদের সেরা ছন্দে ছিলেননা। এই সিরিজের আগের দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এবারে মুম্বই টেস্টেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। মাত্র ১৪৭ রান ধাওয়া করতে এসে ভারতের ব্যাটিং থেমে যায় মাত্র ১২১ রানে। তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর একার করা ৬৪ রান ছাড়া বাকি কেউ রান করতেই পড়লেন না। অপরদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার অজাজ পাটেল। তাকে সামাল দিতে পারেননি ভারতের কোনও ব্যাটাররা। অপরদিকে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি উইকেট পান ম্যাট হেনরিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version