আন্তর্জাতিক ক্রিকেট
পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। পাকিস্তানের ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক ছিলেন তিনি। নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন যে অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বাবর বলেন “অধিনায়কত্ব করাটা খুবই আনন্দের। তবে তার মধ্যে একটি বাড়তি চাপ রয়েছে যা আমার ব্যাটিংয়ের উপর বড় প্রভাব ফেলছে।” তিনি আরও বলেন যে, “পাকিস্তানের অধিনায়কত্ব করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তবে এবারে সময় এসেছে নিজের খেলার উপরে মনোযোগ দেওয়ার। তাই জন্যই এই পদ থেকে আমি সরে দাঁড়াতে চাইছি।” পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে কিছুদিন আগেই বরখাস্ত করা হয়েছে বাবরকে। তার জায়গায় টেস্ট দলে বর্তমানে অধিনায়কত্ব করছেন শান মাসুদ।
বাবরের অধিনায়কত্বে পাকিস্তান, দুটি আইসিসি টুর্নামেন্টর গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। একটি ২০২৩ ওডিআই বিশ্বকাপ এবং আরেকটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও ২০১৯ থেকে ২০২৪ সাল, গোটা পাঁচ বছরে বাবর পাকিস্তান দলকে ২০টি টেস্ট ম্যাচ, ৪৩টি ওডিআই ম্যাচ এবং ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার পাশাপাশি বাবর তার দলকে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছিলেন, যেখানে তারা পরাস্ত হয়েছিল সেবারে দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ডের কাছে।