আন্তর্জাতিক ক্রিকেট
নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জিতল অস্ট্রেলিয়া, হারল নিউজিল্যান্ড, কিন্তু চিন্তার ভাঁজ রোহিত শর্মাদের কপালে। তিন উইকেটে কিউয়িদের হারিয়ে সিরিজ জিতল প্যাট কামিন্সের দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ন’য়টি টেস্ট খেলে ভারতের পয়েন্ট শতাংশ ৬৮.৫১, অন্যদিকে অজিদের ভাঁড়ারে ৬২.৫০ শতাংশ। প্যাট কামিন্সদের থেকে মাত্র ৬ শতাংশ এগিয়ে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে ভারত। দুই এবং তিন নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৫০.০০। এই অবস্থায় আরও বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলতে হবে সব দলকে। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখতে হলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ভারতকে।