Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

পুরস্কারের অর্থ শ্রীলঙ্কার নামে, নজির গড়ল অস্ট্রেলিয়া

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খেলার জগতে শত্রুতা যতই থাক, বিপদের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে বাস্তবে মানবিকতার নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়রা। শ্রীলঙ্কা ট্যুরে জেতা অর্থের সবটুকুই তাঁরা দান করলেন শ্রীলঙ্কারই আর্থিক সাহায্যের খাতে।

জুন জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জেতে তারা। কিন্তু একদিনের সিরিজে ৩-২ এ পরাজিত হয় শ্রীলঙ্কার কাছে। টেস্ট সিরিজ ড্র হয় ১-১ ফলাফলে। এই ট্যুরের সময় শ্রীলঙ্কার ভয়াবহ আর্থিক সমস্যা সামনে থেকে উপলব্ধি করে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম। আর তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় গোটা টিমের পক্ষ থেকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে টুইটের মাধ্যমে জানানো হয় এই খবর। “শতাব্দীর সবথেকে বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আর এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য, অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম পুরস্কারে পাওয়া সম্পূর্ণ অর্থ শ্রীলঙ্কার শিশু এবং পরিবারদের সাহায্যার্থে দান করবে। ইউনিসেফ অস্ট্রেলিয়ার মাধ্যমে এই অনুদান পাঠানো হবে পুষ্টি, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের খাতে” এমনটাই টুইট করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সাহায্য খাতে ব্যয় করা মোট অর্থের পরিমাণ ৪৫০০০ অস্ট্রেলিয়ান ডলার, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ২৫,৩৬,২৯৪ লাখ।

প্রসঙ্গত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাওয়া পরিস্থিতিতেই ম্যাচ চলেছিল শ্রীলঙ্কায়। পাশাপাশি প্রেসিডেণ্ট গোয়াতা বায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে চলছিল প্রতিবাদ। পঞ্চম একদিনের ম্যাচে স্টেডিয়ামে শ্রীলঙ্কার সমর্থকদের দেখা যায় হলুদ জার্সিতে। অস্ট্রেলিয়ার এই ট্যুরের জন্য তাদেরকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই হলুদ জার্সি পরেছিলেন তারা। এমনকি অস্ট্রেলিয়ার নাম করে সমবেত জয়ধ্বনিও ওঠে স্টেডিয়ামে। এই বিষয়টি মন জয় করে নিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের।

শ্রীলঙ্কায় থাকাকালীন সময়ের অভিজ্ঞতা সম্পর্কে মুখ খুলেছেন অস্ট্রেলিয়া টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স। “তখন চারিদিকে প্রতিবাদ চলছিল যা সবার নজর কেড়েছিল। বাড়ি থেকে আমরা প্রচুর মেসেজ পেয়েছি। আমাদের সুরক্ষা নিয়ে আত্মীয় পরিজনরা চিন্তিত ছিলেন। কিন্তু সত্যি বলতে আমাদের কোন অসুবিধে হয়নি। তবে হোটেলের বিভিন্ন স্টাফ এবং ড্রাইভারদের সাথে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। তখন জানতে পারি কি খারাপ সময়ের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। একদিন খেলে পরের দিন না খেয়ে থাকতে হচ্ছে। এমনকি নিজেদের বাচ্চার মুখে ও খাবার তুলে দেওয়ার সামর্থ্য হারিয়েছে তারা” বলেন কামিন্স। তিনি আরো বলেন এই ঘটনা জানার পরে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরস্কারের পুরো অর্থ শ্রীলঙ্কাকে দান করা হবে। পাশাপাশি কামিন্স এটাও জানান যে সিদ্ধান্ত নিতে গোটা টিমের কেউই সংকোচ বোধ করেনি।

তবে এটাই প্রথম বার নয় যখন অস্ট্রেলিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত দেশের প্রতি। ২০২১ এ করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশেও দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্সরা। ৫০,০০০ ডলারের আর্থিক সাহায্য করেছিলেন তারা ভারতকে।

আন্তর্জাতিক ক্রিকেট

SA vs IND: বড় জয় দিয়েই সিরিজে যাত্রা শুরু ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকমাস আগে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারে আবারও সেই একই প্রতিপক্ষকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানের ইনিংস এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারল তাঁরা। যার ফলে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল মার্করামরা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। এই সিরিজে নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরাও। ফলে তাদের ছাড়াই এই সিরিজে খেলতে নামতে হয়েছে ভারতকে। তবে বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামলেও ভারতের তরুণদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। অপরদিকে ভাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের মাধ্যমে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করে গেছে ভারত।

এদিকে নিজের ফর্ম ধরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়লেন সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলে, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর দুটি শতরান করার নজিরও গড়লেন তিনি। অপরদিকে রোহিত শর্মার অবসর নেওয়ার পরে ওপেনিংয়ের জায়গায় নিজের নাম পাকা করে ফেলেছেন সঞ্জু স্যামসন। তবে চিন্তা দ্বিতীয় ওপেনার নিয়ে। অভিষেক শর্মাকে ভরসা হিসেবে ধরা হলেও আশানুরূপ ফল করতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৭ রান করেই তাকে ফিরে যেতে হয়। ফলে শুভমন গিল যদি টি-টোয়েন্টি দলে ফেরেন, তাহলে চিন্তা বাড়বে অভিষেক শর্মার।

এদিকে গোটা ম্যাচে সঞ্জু স্যামসন ভাল প্রদর্শন করলেও, চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। ১৫.৩ ওভারে যখন সঞ্জু আউট হলেন, ভারতের রান তখন ছিল ১৭৫। তবে সেখান থেকে বাকি ব্যাটাররা সকলেই তাড়াহুড়ো করতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষের ৬ ওভারে মাত্র ৪০ রান তুলতে পেরেছে ভারত। বাকি ব্যাটাররা রান করতে পারলে আরও বড় রানের দিকে এগিয়ে যেতে পারত সূর্যাকুমার যাদবরা। অপরদিকে ব্যাট করতে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে রান তাড়া করার মানসিকতা দেখান অধিনায়ক এডেন মার্করাম। আরশদীপের বলে পরপর দুটি চার মেরে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। আরশদীপের বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। অপরদিকে ব্যাট হাতে ব্যার্থ হন ক্লাসেন এবং ডেভিড মিলার। স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হলেন দুজনেই। অপরদিকে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরে পরপর দুই মরশুম ভাল খেলার পর জাতীয় দলে ফিরেও ফর্ম হারাননি তিনি। তাঁর বোলিংয়ের ঘূর্ণিতে রেহাই পাননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

রোহিত-গম্ভীরের সঙ্গে দীর্ঘ বৈঠক বিসিসিআইয়ের। বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলাফলে লজ্জাজনক হারের পর দলের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। আর তাই বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআই হেডকোয়ার্টারে আয়োজন করা হয়েছিল বিশেষ মিটিংয়ের। সূত্রের খবর এই মিটিং চলে দীর্ঘ ৬ ঘন্টা ধরে। বিসিসিআই সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকার উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার নয়, এছাড়াও আরও বেশ কিছু বিষয় আলোচনা চলে মিটিংয়ে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে সেই বিষয়েও আলোচনা চলে দীর্ঘ সময় ধরে, জানান বিসিসিআই আধিকারিক।

বিশেষ কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে তৃতীয় টেস্টের আগে যশপ্রীত বুমরাহর সরে দাঁড়ানোর বিষয়টাকে ভালো চোখে দেখেনি বিসিসিআই। শোনা যাচ্ছে বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি নির্বাচকরাও। স্বাভাবিকভাবেই দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পারস্পরিক আলাপচারিতার এই ফাঁক নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কোচ গম্ভীর জানিয়েছেন বিশ্রাম দেওয়া হচ্ছে বুমরাহকে, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে সুস্থ নন ভারতীয় পেসার।

প্রসঙ্গত দুটি টেস্টেও বিশেষ কোনো ছাপ ফেলতে পারেনি বুমরাহ। দুটি টেস্ট মিলিয়ে নিয়েছেন মাত্র ৩ টি উইকেট। তার অনুপস্থিতির কারণেই ভারতকে বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে মহম্মদ সিরাজকে, যিনি একেবারেই ফর্মে নেই।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

SA vs IND: সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সূর্য…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ক্রিকেট মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একটাই নাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করার পর ভবিষ্যতের তারকাদের মধ্যে ইতিমধ্যেই নাম দাখিল করেছেন সঞ্জু স্যামসন। আর এবার সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর সতীর্থ এবং টি-২০ ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধুমাত্র ব্যাটিং স্টাইল নয় বরং তাঁর আরও কিছু চারিত্রিক গুণের কথাও তুলে ধরলেন সূর্যকুমার।

অধিনায়ক সূর্য মনে করেন সঞ্জুর সাফল্যের পিছনে মূলত রয়েছে তার দায়বদ্ধতা। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে একনাগাড়ে যে পরিশ্রম ও করেছে এটা তারই ফসল। ও তখন ৯০-এর কোটায় দাঁড়িয়ে, তারপরেও ক্রমাগত খুঁজে যাচ্ছে বাউন্ডারি। কারণ ও নিজের জন্য নয় দলের জন্য খেলেছে। আর এটাই ওর চরিত্রের সবথেকে বড় দিক। এই গুণটাই দলের প্রত্যেক সদস্যের মধ্যে থাকা উচিত।”

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনের ক্রিজে থাকা ভারতের জন্য হয়ে উঠতে পারত বিপদজনক। ইতিহাস বলছে যে কোনও দলকে পর্যুদস্ত করার জন্য এই দুজনই যথেষ্ট। তবে অধিনায়ক সূর্য খুব ঠান্ডা মাথায় চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। ১২তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। এক ওভারেই বড় দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে অনেকটাই চাপমুক্ত করেছিলেন বরুণ। আর তাঁর দেখানো পথেই হেঁটেছেন রবি বিষ্ণোই। দলের এই জয়ের জন্য গোটা দলকেই ক্রেডিট দিয়েছেন অধিনায়ক।

Continue Reading

Trending