আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: ব্যাটিং ব্যর্থতায় পার্থে ধরাশায়ী ভারত…
নিজস্ব প্রতিনিধি, পার্থ: বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে না হতেই বেরিয়ে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপের কঙ্কালসার চেহারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে একরকম নাস্তানাবুদ হলেন ভারতের ব্যাটিং তারকারা। দেড়শো রানের মধ্যে গুটিয়ে গেল ভারতের ইনিংস। এমনকি টেনেটুনে ৫০ ওভারও খেলতে পারলেন না বিরাট কোহলিরা।
পার্থ মানেই ব্যাটারদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে বোলারদের কাছে একটা দারুণ সুযোগ। ঘাসে ঢাকা পিচ, তাতে বল লাফিয়ে উঠবে জোর গতিতে। আর ঠিক এই সুযোগকেই কাজে লাগালেন জশ হ্যাজেলউডরা। মাত্র দুটো সেশন এর মধ্যেই আত্মসমর্পণ করতে বাধ্য হল ভারত। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বুমরাহ। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন পাডিক্কল। কিন্তু রান আসেনি তাঁর ব্যাট থেকে। অন্যদিকে বিতর্কিতভাবে প্যাভিলিয়নের পথে ফিরে যান কেএল রাহুলও। তাঁর অবদান ২৬। মাত্র ১২ বল খেলে একটি বাউন্ডারি সহযোগে ৫ রান করে পার্থ টেস্টেও হতাশ করেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৫১ রানে চার উইকেট খুইয়ে নাজেহাল অবস্থা ছিল ভারতের। এরপর ব্যাট করতে নেমে পরপর আউট হন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। ঠিক এখানেই ভারতের হাল ধরেন ঋষভ পন্থ। সবাইকে তাক লাগিয়ে দিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন প্রথমবার টেস্ট খেলতে আসা নীতিশ রেড্ডি। দুজনে একসাথে গড়ে তোলেন ৪৮ রানের পার্টনারশিপ। অন্যদিকে প্রথমবার টেস্ট খেলতে আসা হর্ষিত রানা ৫ বলে ৭ রান করে আউট হন।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ। অন্যদিকে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন জশ হ্যাজেলউড।