আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: পার্থ টেস্টের আগে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। প্রথম টেস্ট আয়োজিত হবে পার্থে। এবারে সেই টেস্টের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। মোট ১৩ জন সদস্যের দলে রয়েছেন এক দিবসিয় ক্রিকেটে নিয়মিত খেলা জস ইংলিশ এবং আরেকজন হলেন নাথান ম্যাকসুইনি। যদিও বোর্ড থেকে জানানো হয়েছে যে ওপেনার হিসেবে এই টেস্টে অভিষেক ঘটবে ম্যাকসুইনির।
এর আগে অস্ট্রেলিয়া দল থেকে অবসর ঘোষণা করেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ফলে ওপেনিং নিয়ে কিছুটা সমস্যায় ছিল অজিরা। বিকল্প ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল ক্যামেরুন গ্রিনকে, কিন্তু চোটের কারণে সেই বকল্পও হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। সেই কারণে এবারে ওপেনার হিসেবে এই সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটার নাথান ম্যাকসুইনিকে। যদিও ওপেনিং পজিশনে খেলতে অভ্যস্ত নয় তিনি, তবে সিরিজে ওপেনার হিসেবে তাকে খেলিয়ে দেখে নিতে চাইছে অস্ট্রেলিয়া। মাঝে দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে ওপেনার হিসেবে খেলিয়ে দেখা হলেও সেরম কিছু সাফল্য দিতে পারেননি তিনি। তবে ভারতের বিরুদ্ধে ওপেনার হিসেবে নয়, স্মিথ খেলবেন তার পছন্দের পজিশনেই। এছাড়া বাকি দলে সেরম কিছু চমক না থাকলেও, বাড়তি জোড়ে বোলার হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইন্ডিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভাল খেলা স্কট বোল্যান্ড।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকসুইনি, অ্যালেক্স কেরি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, নাথান লিয়, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং স্কট বোল্যান্ড।