ক্রিকেট
Asian Games: এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতলেন স্মৃতি মান্ধানারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত করি ওভার ১১৬ রান তোলে ভারতীয় দল। স্মৃতি মান্ধানা(৪৬) এবং জেমিমা রডরিগেজ(৪২) ছাড়া আর কেউ ভারতীয় ব্যাটিংয়ে তেমন দাগ কাটতে পারেননি। ১১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসে শ্রীলঙ্কা। তবে দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় দলের বোলাররা। মাত্র ৯৭ রানেই আটকে দিল শ্রীলঙ্কার ইনিংস। ভারতে হয়ে অনবদ্য বোলিং করলেন তিতাস সাধু এবং রাজেশ্বরী গায়কোয়াড। তিতাসের ঝুলিত ৩ টি এবং রাজেশ্বরীর দখলে ২ টি উইকেট। পুজা, দীপ্তি এবং দেভিকা নিলেন একটি করে উইকেট।
বলাই বাহুল্য ভারতীয় দলের বোলিং দাপটেই সোনা এল ঘরে। শুরুর দিকে কাজটা তিতাসই করে দিয়েছিলেন। শ্রীলঙ্কা যখন হাসিনি পেরেরা এবং নিলাক্ষী ডি সিলভার জুটিতে একটু একটু করে রান তুলছে ঠিক তখনই মুল্যবান উইকেটটি তুলে নেন রাজেশ্বরী। শেষ ৫ ওভারে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেয় ভারত। এই প্রথম এশিয়ান গেমসে ক্রিকেট বিভাগে সোনা জিতল ভারতীয় দল।