আন্তর্জাতিক ক্রিকেট

ভারতকে ছাড়াই এশিয়া কাপ পাকিস্তানে? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তার কারণে জানানো হয়েছিল পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে না ভারতের ক্রিকেটাররা। তাহলে কি ভারত এশিয়া কাপে অংশ নিতে পারবে না? চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বর্তমানে এই বিষয় নিয়েই চলছে বিচার বিবেচনা।

ভারতীয় দলকে কোনমতেই পাকিস্তানে পাঠাতে রাজি ছিলেন না বিসিসিআইয়ের সচিব জয় শাহ। প্রয়োজনে পাকিস্তানের পরিবর্তে অন্য কোন দেশকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার দাবিও তুলেছিলেন তিনি। তার এই মন্তব্যের পরই ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ বয়কট করার কথাও জানিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর। এক্ষেত্রে এশিয়া কাপের সবকটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হলেও ভারতের ম্যাচগুলি সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের যাবেন না এশিয়া কাপ খেলতে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলি পাকিস্তান ব্যতীত অন্য কোন দেশে আয়োজিত হবে বলে জানা গেছে। সামনে এসেছে এরকম চার-পাঁচটি দেশের নাম যেখানে ভারতের ম্যাচগুলি আয়োজন করা যেতে পারে। তার মধ্যে সবার প্রথমে যে নামটি উঠে আসছে সেটি হল সংযুক্ত আরব আমিরশাহী। এছাড়াও শ্রীলংকা, ওমান এবং ইংল্যান্ডের নামও আলোচনায় জায়গা পেয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version