আন্তর্জাতিক ক্রিকেট

Asia Cup: এশিয়া কাপের দিনক্ষণ প্রকাশ, মুখোমুখি হবেন রোহিত-বাবর?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘোষিত হল ২০২২ এশিয়া কাপের ক্রীড়া সূচি। দু’বছর অন্তর হওয়া এই প্রতিযোগিতাটি এবারে আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টটি চলবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়ে যাবে ২০ আগস্ট থেকে। এবারের টুর্ণামেন্টের সুচি এখনও প্রকাশিত না হলেও খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, আর সব থেকে বড় খবর হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।

বর্তমানে দু’বছর অন্তর এই এশিয়া কাপ এশীয় ক্রিকেট কাউন্সিলের দেশ গুলিকে নিয়ে খেলা হয়। যদিও ২০২০ সালে করোনা অতি মারির কারণে টুর্নামেন্টটি বাতিল করা হয়। এরপর ২০২১ সালে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও সেই টুর্নামেন্টও বাতিল হয়। এরপর ২০২২ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে গতবছর এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ঠিক হয় যে ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে এবং তার পরের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান।

সেই ১৯৮৪ সালে এই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এত বছর পর্যন্ত মোট ১৪ বার এই টুর্নামেন্ট খেলা হয়েছে। এর মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। এরপরে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version