আন্তর্জাতিক ক্রিকেট
Asia Cup: সুপার ফোরে ভারত-পাক দ্বৈরথের আগে শেষ মুহুর্তের মহড়ায় পাকিস্তান
সৌরভ রায়, কলম্বো: রাত পোহালেই আবারও একটা মহারণ। এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বের সাক্ষাতে বৃষ্টির জন্য খেলা শেষ হয় অমীমাংসিত ভাবে। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত পাকিস্তান। শনিবার ম্যাচের আগের দিন কলম্বোতে জোরকদমে অনুশীলন করলেন পাকিস্তান ক্রিকেটাররা। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করতে প্রস্তুত বাবর আজম, ফাকার জামানরা।
গত ম্যাচে বৃষ্টির কারণে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নামতেই পারেনি বাবর আজমরা। তাই এদিন অনুশীলনে নিজেদেরকে আরও একবার ঝালিয়ে নিলেন পাক ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিং ছাড়াও ফিল্ডিংয়ের অনুশীলন করতেই দেখা গেল তাদের। রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে জোরদার মোকাবিলার ইঙ্গিত দিয়ে রাখছে পাকিস্তান।