আন্তর্জাতিক ক্রিকেট

Asia Cup: পাকিস্তানের বিরুদ্ধে ১২ রান করলেই রোহিত গড়ে ফেলবেন এই বিশ্ব রেকর্ড…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার সামনে। এদিন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে তিনি যদি আর ১২ রান করে ফেলতে পারেন, তাহলে একটি বিশ্ব রেকর্ড গড়বেন হিটম্যান। রেকর্ডটি হল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড।

বর্তমানে পুরুষ ক্রিকেটারদের তালিকায় রোহিত শর্মা ৩৫২০ রান নিয়ে শীর্ষে থাকলেও, মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে তার থেকে বেশি রান রয়েছে কিউই মহিলা ক্রিকেটার সুজি বেটসের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার রান ৩৫৩১। ফলে বিশ্ব রেকর্ড গড়তে রোহিতের আর ১২ রান দরকার। রোহিত শর্মার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দিকে তাকালে, তিনি ২৭টি অর্ধশতক এবং চারটি সেঞ্চুরি সহ ১৩৪টি ম্যাচে ৩৫২০ রান করেছেন। এই সময়ে, তিনি ৩২ গড়ে এবং ১৩৯.৮৪ স্ট্রাইকরেট নিজের রান করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে ১৬৫টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তার সামনে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্তিল। তিনি হাঁকিয়েছেন ১৭১টি ছক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version