আন্তর্জাতিক ক্রিকেট

কোহলির শততম টেস্টে কপিল দেবকে টপকে অনবদ্য রেকর্ডের সামনে অশ্বিন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এই টেস্ট ম্যাচটি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে একটি মাইলস্টোন ম্যাচ, কারণ এটি কোহলির শততম টেস্ট ম্যাচ। এর পাশাপাশি এটি শ্রীলঙ্কা দলের ৩০০তম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচেই ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার তথা অধিনায়ক কপিল দেবকে টপকে যাওয়ার এক দারুন সুযোগ রয়েছে রবীচন্দ্রন অশ্বিনের।

দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ খেলে ফেরার পরে এই প্রথম ফের ভারতের হয়ে মাঠে নামবেন অশ্বিন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন এবং তিনি উইকেট পেয়েছেন ৪৩০টি। এছাড়া তিনি এক ইনিংসে ৩০ বার ৫ উইকেট নিয়েছেন এবং টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন। আর মাত্র ৫ উইকেট যদি তিনি নিতে পারেন তবে অশ্বিন কপিল দেবকে টপকে যাবেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন অশ্বিন। আর ফিরতি ম্যাচেই নজির গড়ার সুযোগ তাঁর। বর্তমানে ৮৪ টেস্ট খেলা অশ্বিনের দখলে রয়েছে ৪৩০টি টেস্ট উইকেট। এক ইনিংসে ৩০ বার পাঁচ উইকেট নেওয়া অশ্বিন লাল বলের ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তবে আর মাত্র পাঁচ উইকেট নিলেই ৩৫ বছর বয়সী ভারতীয় তারকা বোলার কপিল দেবকে টপকে ভারতের সর্বকালীন দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক হয়ে যাবেন।

নিজের আন্তর্জাতিক কেরিয়ারে , ১৩১ ম্যাচে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন কপিল দেব। আর মোহালিতে যদি অশ্বিন ৫টি উইকেট নিতে পারেন তবে তিনি কপিলকে টপকে যাবেন।

কিংবদন্তি কপিল দেব ১৩১ ম্যাচে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন। অশ্বিনের শেষ কয়েক ম্যাচে ভারতে যা রেকর্ড, তাতে মোহালিতে তিনি কপিল দেবকে টপকাতে না পারলেই বরং সকলে বেশি অবাক হবেন। কপিল দেবের অবশ্য টেস্টে পাঁচ হাজারের অধিক রানও রয়েছে। পাঁচটি শতরান করা অশ্বিনের ব্যাটিং হাতটাও কিন্তু মন্দ নয়। ৩০০০ টেস্ট রানের থেকে ১৫৬ রান দূরে দাঁড়িয়ে তিনি। তবে কপিলকে বল হাতে টপকে গেলে ভারতীয় সর্বকালীন কিংবদন্তিদের খাতায় আরও বলিষ্ঠভাবে নিজের নাম লিখতে সক্ষম হবেন অশ্বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version