আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: চেন্নাইতে একাধিক রেকর্ড গড়ার নজির অশ্বিনের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘরের মাঠে খেলে শুধু যে দলকে জেতালেন তাই নয়, তারই সাথে একাধিক রেকর্ডও গড়লেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক তিনি। ব্যাট এবং বল, উভয় ক্ষেত্রেই নিজেকে নতুন করে প্রমাণ করলেন অশ্বিন।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের চতুর্থ ইনিংসে মোট ৬টি উইকেট তুলে নিয়ে গড়লেন নতুন রেকর্ড। উইকেট সংখ্যার নিরিখে টপকে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কোটনি ওয়ালসকে। তৃতীয় দিনেই তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন অশ্বিন। টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় বর্তমানে ৮ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের মধ্যে দ্বিতীয়। এছাড়াও, টেস্টে ৩৭বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে শেন ওয়ার্নকে ছুঁলেন অশ্বিন। এই তালিকায় সবার প্রথমে আছে শ্রীলঙ্কার মুরলীধরন। ৬৭বার টেস্ট ক্রিকেটে একই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মুরলি। এছাড়া ভারতের হতে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বাধিক উইকেট (৯৯) নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। পিছনে ফেললেন অনিল কুম্বলেকে।

তবে এখানেই শেষ নয়। এ তো গেল শুধুমাত্র বল হাতে রেকর্ড। ব্যাট হাতেও চেন্নাইয়ের নতুন রেকর্ড গড়লেন ভারতের এই স্পিনার। একই ভেন্যুতে দু’বার সেঞ্চুরি করার রেকর্ড এল তাঁর ঝুলিতে। এর আগে ২০২১ সালে চেন্নাইতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান করেছিলেন অশ্বিন। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে সেই চেন্নাইতেই ফের সেঞ্চুরি হাঁকালেন ভারতের তারকা ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version