আন্তর্জাতিক ক্রিকেট
গম্ভীরের এখন নতুন ডাকনাম “র্যাঞ্চো”
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাইরে গম্ভীর ভেতরে হাসিখুশি। আর সেই কারণের জন্য অশ্বিন তাদের কোচকে নাম দিয়েছেন আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমার “র্যাঞ্চো”। তবে বাইরে থেকে দেখলে গৌতম গম্ভীরকে কখনোই সেরমটা মনে হয়না। অশ্বিন মনে করেন সব সময় চাপমুক্ত থাকতে পছন্দ করেন তিনি। তাই তার জন্য এই নামটাই সঠিক।
ভারতীয় শিবিরে আবার বহু বছর বাদে ফিরেছেন গৌতম গম্ভীর। তবে এবারে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে। এবং ইতিমধ্যেই কোচ হিসেবে প্রথম টেস্ট জিতে ফেলেছেন তিনি। সেই জয়ের সব থেকে বড় কান্ডারী ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার দুরন্ত শতরান ও স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এর মাঝেই নতুন ডাকনাম পেলেন গম্ভীর।
চেন্নাই টেস্টে ভারতকে জয় এনে দিয়েছেন অশ্বিন। ব্যাটে এবং বলে দুটোতেই অনবদ্য দক্ষতার জন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এর পরই অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে গম্ভীরকে নতুন ডাকনাম হিসেবে ‘রিল্যাক্সড র্যাঞ্চো’ বলে বসেন। এই ডাকনামের বিষয়ে অশ্বিন জানাচ্ছেন, “নাম গম্ভীর হলেও সব সময় চাপমুক্ত থাকেন তিনি। তাকে দেখলে মনে হয় যেন কোনও চাপই নেই। সেই কারণেই তাকে আমি “র্যাঞ্চো” বলে ডাকি।
কিন্তু প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় আবার ছিলেন সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ। তার সব কিছুই পারফেক্ট হওয়া দরকার ছিল। অশ্বিন বলেছেন, “রাহুল খুবই শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ। তার কাছে সব কিছু পরিপাটি হতেই হবে। আমরা যখন প্র্যাকটিসে আসতাম, তখন তিনি চাইতেন সব কিছু যেন গোছান থাকে। কাজের ধরন গম্ভীর আর রাহুলের আলাদা হলেও তাদের কাছে মূল লক্ষ্য ভারতের পতাকাকে সারা বিশ্বে সবার উচুতে তুলে ধরা”। তবে গম্ভীর তা ভাল করেই করতে পারবেন বলে আশাবাদী রবিচন্দ্রন অশ্বিন।