আন্তর্জাতিক ক্রিকেট
নতুন নজির গড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত প্রদর্শন করেছেন তারকা পেস বোলার আর্শদীপ সিং। গোয়ালিয়রে টাইগার্সদের বিরুদ্ধে মাত্র ১৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে তাদের ব্যাটিংকে বিধ্বস্ত করে দিয়েছিলেন তিনি। তার সুবাদেই আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম দশ জনের মধ্যে ঢুকে পড়লেন তিনি।
সেই লিস্টে আর্শদীপের নাম একমাত্র ভারতীয় পেসার হিসেবে রয়েছে। গোয়ালিয়রে দুরন্ত প্রদর্শনের জন্য, ৬৪২ পয়েন্ট পেয়ে তিনি উঠে এসেছেন আট নম্বর স্থানে। পিছনে ফেলেছেন শ্রীলঙ্কান জোরে বোলার মাহিশ তিকশানাকে। এছাড়াও সমান পয়েন্টে তার উপরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকান জোরে বোলার আনরিক নকিয়া। প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রাশীদ।
আর্শদীপের বিষয়ে আইসিসি জানিয়েছে,
“আর্শদীপ একজন বড় বিজয়ী। সেটি সর্বশেষ র্যাঙ্কিং আপডেটে বোঝাই যাচ্ছে। বাঁহাতি এই জোরে বোলার টি-টোয়েন্টি বোলারদের জন্য আপডেট করা তালিকায় অষ্টম স্থানে পৌঁছেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে তার তিন উইকেট নেওয়ার পরে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংয়ে পৌঁছেছেন”।