আন্তর্জাতিক ক্রিকেট

ওডিআই সিরিজ জিতল আফগানিস্তান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৭৭ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারিয়ে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করল আফগানিস্তান। এত বড় রানের ব্যবধানে এই প্রথমবার জয় পেল তারা।

প্রথম ব্যাট করতে এসে ৫০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৩১১ রান করে আফগানিস্তান। যেখানে ১০৫ রানের দুরন্ত ইনিংস খেলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরাবাজ। যার মধ্যে ছিল দশটি চার এবং তিনটি ছক্কা। পাশাপাশি আফগান ক্রিকেট ইতিহাসে ওডিআই ক্রিকেটে সাতটি শতরান করার নজির গড়লেন তিনি। এছাড়াও অর্ধশত রান করেন রহমত শাহ এবং অনবদ্য ৪৬ রানের একটি ইনিংস খেলেন আজমাতুল্লাহ ওমারজাই।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা সর্বাধিক ৩৮ রান করেন। তার সঙ্গে টনি ডে জোরজি করেন ৩০ রান। কিন্তু বাভুমা আউট হওয়ার পরেই গোটা দক্ষিণ আফ্রিকা দলের ছন্দপতন শুরু হয়। মাত্র ৩৯ রানে তারা ৭ উইকেট হারায়। ৩৪.২ ওভারে দল গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। রশীদ খানের সামনে ধরাশায়ী হয়ে যায় গোটা দক্ষিণ আফ্রিকান ব্যাটিং। চোট সরিয়ে ফিরেই ৫ উইকেট নিলেন রশীদ খান। এর সঙ্গে নেনগেয়ালিয়া খাড়োতে নেন ৪ টি উইকেট। ফলে সিরিজ জিতে যথেষ্ট আত্মবিশ্বাসী এখন গুরবাজ, রশীদ খানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version