আন্তর্জাতিক ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অ্যারন ফিঞ্চ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবথেকে সফল ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

যদিও ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে এখনই অবসর নিচ্ছেন না ফিঞ্চ। বিগ ব্যাশ লিগ এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এদিন তার বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তার এই অবসর গ্রহণ মোটেই আকস্মিক ছিল না। শেষ ২০১৮ সালে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ফিঞ্চ। গত বছর ওডিআই ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। কিন্তু গত বছর তারই নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া।

“আগামী ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যেহেতু আমি আর হয়তো খেলার সুযোগ পাবো না তাই আমার মনে হয় এটাই সঠিক সময় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর, যাতে আমার দল নিজেকে তৈরি করতে পারে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনামাফিক এগোতে পারে। আমার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে যে অনুরাগীরা সব সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই” মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি সাক্ষাৎকারে বলেন ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটার পর ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত ক্রিকেটের সব কটি ফরম্যাট মিলিয়ে তার করা মোট রান ৮৮০৪, যার মধ্যে রয়েছে ১৭ টি ওডিআই সেঞ্চুরি এবং ২ টি-টোয়েন্টি সেঞ্চুরিও। ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেও ছিলেন ফিঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version