আন্তর্জাতিক ক্রিকেট

2nd Test: দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াই দিয়েও আড়াই দিনে ভারতের কাছে টেস্ট সিরিজে হার স্বীকার শ্রীলঙ্কার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: প্রথম টেস্টের থেকে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে অনেক বেশি লড়াই করল শ্রীলঙ্কা। তবে তাতে লাভ খুব একটা হল না এবারেও। মাত্র আড়াই দিনের বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৮ রানে জিতে নিয়ে সিরিজে তাদের প্রতিপক্ষদের হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

প্রসঙ্গত রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই এক উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। আউট হয়ে গিয়েছিলেন ওপেনার লাহিরু থিরিমানে। এরপর তৃতীয় দিন জয়ের জন্য যখন ভারতের ৯ উইকেট বাকি অনেকেই এই ধারণা পোষণ করেছিলেন যে খেলা আর চতুর্থ দিন পর্যন্ত যাবে না। সোমবার ঠিক তাই হল। তবে ভারতের প্রতিবেশী দেশ এই টেস্ট ম্যাচটি হারলেও, অনেক বেশি লড়াই করে হারল। এদিন ভাল লড়াই দেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস। সোমবার খেলার প্রথম এক ঘন্টায় ভারতীয় পেসারদের ভালোভাবেই সামলে দেন তারা। বুমরাহ, শামি বা অশ্বিন কেউ কিছু করতে পারছিলেন না।

অবশেষে জুটিটি ভাঙ্গেন সেই অশ্বিনই। নিজের অর্ধশত রান পূর্ণ করার পরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় অশ্বিনকে এগিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস। তাকে উইকেটের পিছনে থাকা ঋষভ পন্থ অনায়াসেই স্টাম্প আউট করে দেন। আর একটা উইকেট পড়লেই যে শ্রীলঙ্কা তাসের ঘরের মতো ভাঙবে সেকথা সকলেই জানতো, আর এদিন হলও সেটা। বাকি ব্যাটসম্যানরা খানিক প্রতিরোধ গড়লেও দ্রুত আউট হয়ে যাচ্ছিলেন এবং করুনারত্নে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলেন।

শ্রীলঙ্কার অধিনায়ক শেষ পর্যন্ত চেষ্টা করলেন। যেখানে তাঁর দলের বাকি ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতে পারেননি, সেই তিনিই কঠিন ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে শতরান করলেন। শ্রীলঙ্কার গোটা সিরিজে লড়াই বলতে এটুকুই। এরপর করুনারত্নে আউট হওয়ার পরে বাকি তিনটি উইকেট ভারতের নিতে আর বেশী সময় লাগেনি এবং ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version