আন্তর্জাতিক ক্রিকেট

2022 ICC T20 WC: ১৭০০ টাকায় স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার ব্যবস্থা করছে আইসিসি। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় দু মাসের কাছাকাছি সময় বাকি। তবে এতদিন আগেই সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সমস্ত টিকিট শেষ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের এই ক্রিকেট ম্যাচটি। তবে এখনই সেখানের সমস্ত টিকিট শেষ। তাই এমন অবস্থায় দর্শকদের জন্য স্টেডিয়ামে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তারা এবারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্ট্যান্ডিং রুমের টিকিট বিক্রি করছে যার দাম পড়বে ১৭০০ টাকা।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সমস্ত টিকিট। তবে আইসিসির লক্ষ্য ছিল যে যাতে আরও বেশি মানুষ এই উপভোগ্য ম্যাচ মাঠে এসে প্রত্যক্ষ করতে পারেন। সেই কারণেই তারা মেলবোর্নের মাঠে যারা দাঁড়িয়ে খেলা দেখতে চান তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে। আইসিসির তরফ থেকে জানানো হয়েছে এমন মোট চার হাজার টিকিট ছাড়া হবে। যারা এই টিকিট কাটতে পারবেন তারা মেলবোর্ন স্টেডিয়ামে দাঁড়িয়ে থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পাবেন।

প্রসঙ্গত আসন্ন ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের টিকিট গত ফেব্রুয়ারি মাসে ছাড়ে আইসিসি। আর টিকিট ছাড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় গোটা স্টেডিয়ামের সমস্ত টিকিট শেষ হয়ে যায়। দর্শকদের এমন উৎসাহ দেখে আইসিসি ঠিক করে যে তারা দাঁড়িয়ে খেলা দেখার জন্য অতিরিক্ত চার হাজার টিকিট ছাড়বে। এ ব্যাপারে এক আইসিসি কর্তা জানান,”আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে যত বেশি সংখ্যক মানুষ মাঠে থেকে ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ দেখতে পারেন। আইসিসির প্যাকেজের মধ্যেও বেশ কিছু টিকিট এখনও বাকি রয়েছে, যারা এখনো টিকিট কাটতে পারেননি, তাদের কাছে এখনও সেই টিকিট কেটে খেলা দেখার ভাল সুযোগ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version