ক্রিকেট
শীর্ষে হার্দিক পান্ডিয়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – বিশ্বকাপ জয়ের পরেই হার্দিকের মুকুটে নতুন পালক। সদ্য ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। শেষ ওভারে বল হাতে কামাল করেছিলেন হার্দিক পান্ডিয়া। ট্রফি জয়ের পর আরও একটা বড় পুরস্কার পেলেন ভারতীয় অলরাউন্ডার। আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন হার্দিক পান্ডিয়া। গত সপ্তাহে তিন নম্বরে উঠেছিলেন তিনি। এবার শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যুগ্মভাবে শীর্ষ স্থান দখল করলেন পান্ডিয়া। বিশ্বকাপে দলের জয়ে অবদান রেখেছিলেন। ব্যাট হাতে বড় রান না পেলেও, বল হাতে ভরসা দিয়েছিলেন তিনি। তাই হয়তো শেষ ওভারে হার্দিকের হাতেই বল তুলে দিয়েছিলেন রোহিত। ক্যাপ্টেনের ভরসার মর্যাদা দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার।
বিশ্বকাপ ফাইনালে বল হাতে ৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন। যার মধ্যে দুটি উইকেট ছিল বিধ্বংসী ব্যাটার ক্লাসেন এবং মিলারের। বিশ্বকাপ শুরুর আগে হার্দিকের ফর্ম নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবছর আইপিএলে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হিসাবেও ব্যর্থতার ছাপ তাড়া করে বেড়াচ্ছিল হার্দিককে। সেখান থেকেই নিজেকে সাফল্যের সরণীতে নিয়ে আসেন এই ভারতীয় অলরাউন্ডার। পাশাপাশি বোলারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের।