ক্রিকেট

ভারতের বিরুদ্ধে অভিযোগ ইনজির

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তাঁর দাবি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা বল বিকৃতি করেছেন। প্রসঙ্গত সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছিল রোহিত শর্মা ব্রিগেড। আর এই জয়ের ফলেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রসঙ্গত ইনজামাম অভিযোগ করেছেন, অর্শদীপ যেভাবে বলে রিভার্স সুইং করাচ্ছিল তা নতুন বলে কোনওভাবেই হওয়া সম্ভব নয়। তার প্রধান কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে বল একেবারেই পুরানো হয় না। ইনজামাম বলছেন,” অর্শদীপ ১৬তম ওভারে বল করার সময় রিভার্স সুইং পাচ্ছিল। বল তখনও নতুন ছিল। নতুন বলে এত তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায় নাকি? ভারত বল করার সময় ১২-১৩ ওভার থেকেই বলে রিভার্স সুইং হচ্ছিল। আম্পায়ারদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।”

প্রসঙ্গত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৫ রান তোলে রোহিত ব্রিগেড। ভারত অধিনায়ক নিজেই ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন। সূর্য কুমার ৩১ রান করেন। শেষ দিকে নেমে হার্দিক পান্ডিয়া ২৭ রানে অপরাজিত ছিলেন। ২০৬ রান তাড়া করতে নেমে, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ১৮১ রানে থেমে যায়। ভারতের হয়ে বল হাতে অর্শদীপ তিনটি এবং কুলদীপ দুটি উইকেট নেন। এক নম্বর গ্রুপের শেষ দুটি ম্যাচে ভারত এবং আফগানিস্তান জেতার ফলে, অস্ট্রেলিয়া প্রতিযোগিতা থেকেই ছিটকে যায়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান, অন্যদিকে গায়ানায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version