ক্রিকেট
বিশ্ব জিতে দেশের পথে
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – দীর্ঘ প্রতীক্ষার অবসান! গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও, ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজেই আটকে ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। অবশেষে বুধবার দেশে ফেরার বিমান ধরলেন ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার ভোরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি পৌঁছবেন রোহিত, বিরাটরা। দলের সঙ্গে এই একই বিমানে ফিরছেন বিসিসিআই সভাপতি রজার বিন্নি এবং সচিব জয় শাহ।
প্রসঙ্গত বৃহস্পতিবার ভোর ছ’টায় রাজধানীতে ভারতীয় দলকে নিয়ে অবতরণ করবে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তারপর বেলা থেকেই গোটা দিন নানা রকম কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে ভারতীয় দলের। ভোরে বিমানবন্দরে অবতরণের পর সেখানেই একটি হোটেলে বিশ্রাম করবেন ভারতীয় ক্রিকেটাররা। এরপরে সকাল ১১ টায় দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই গোটা দলকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানের অনুষ্ঠান সেরে ক্রিকেটাররা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে বিকেল চারটেয় অবতরণ করে, বিকাল পাঁচটায় মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে হুড খোলা বাসে রোহিতদের নিয়ে বিজয় যাত্রা শুরু হবে। সেখানে উপস্থিত থাকবে গোটা ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত দু’কিলোমিটার রাস্তায় হবে বিজয় যাত্রা। একেবারে শেষ অনুষ্ঠানটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাতটায়। সেখানেই ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকার পুরস্কার মূল্য তুলে দেবে বিসিসিআই। সেখানেই অনুষ্ঠান শেষে বোর্ড সচিব জয় শাহের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটি তুলে দেবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।