ক্রিকেট
বিশ্বরেকর্ড ভারতীয় মহিলাদের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – আন্তর্জাতিক মহিলা টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনেই ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন শেফালি বর্মা, স্মৃতি মান্ধানারা। দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারতীয় মহিলা দল। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫২৫ রান তোলে ভারত। দ্বিতীয় দিন সেখান থেকে ভারতকে ৬০৩ রানে পৌঁছে দেন রিচা ঘোষ, হরমনপ্রীতের জুটি। মেয়েদের ক্রিকেটে এটাই টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান। অস্ট্রেলিয়ার করা ৫৭৫ রানের রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মান্ধানারা। ৬৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কউর এবং ৮৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বঙ্গ তনয়া রিচা ঘোষ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন হরমনপ্রীতেরা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেট হারিয়ে ২৩৬। স্নেহা রানার দাপটে শুরুটা ভালোই করেছিল ভারত। দিনের শেষে স্নেহার ঝুলিতে তিনটি উইকেট। একটি উইকেট পেলেন দীপ্তি শর্মা। দ্বিতীয় দিনের শেষে ৩৬৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচে থাকবে ভারত।