ক্রিকেট
পাকিস্তান ম্যাচে পিচ ‘শঙ্কায়’ রোহিত
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে বিরাট কোহলি রান না পেলেও, অর্ধশতরান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর এবং উইকেটরক্ষক ঋষভ পন্থের সৌজন্যে সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত। তবে পুরো সময় মাঠে থাকতে পারেননি রোহিত। ব্যাট করার সময় কাঁধে বল লেগে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তবে ম্যাচের শেষে ভারত অধিনায়ক সকলকে স্বস্তি দিয়ে জানালেন, তাঁর আঘাত সামান্যই। চিন্তার তেমন কারণ নেই। তবে ৯ তারিখ তাঁদের পরবর্তী প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর সেই ম্যাচের আগে ২২ গজ নিয়ে নিজের চিন্তার কথা গোপন করলেন না রোহিত।
ম্যাচের পরে তিনি বলেন,”এই মাঠটা একেবারে নতুন। আর এখানের পরিবেশ সম্বন্ধেও আমাদের তেমন ধারণা নেই। তবে আজকের ম্যাচের পরে আমার মনে হচ্ছে, এখানকার পিচ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। এখানে বোলাররা যদিও ভালই সাহায্য পাচ্ছে। তবে বোলিং নিয়ে আমাদের আরও খাটতে হবে। টেস্ট ম্যাচে আমরা যেমন বল করি সেই চিন্তা ভাবনা নিয়েই এগোতে হবে।”
পাকিস্তান দলে বেশ কয়েকজন ভালো মানের জোরে বোলার রয়েছে। আগামী ৯ জুন তাঁদের বিরুদ্ধেই নামতে হবে রোহিত ব্রিগেডকে। পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন,”বেশ কিছু সময়ের পরে আমরা পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নামব। আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং সেই মতো পরিকল্পনা করে খেলতে হবে। তবে এই ম্যাচ জিততে সকলকেই নিজের সেরাটা দিতে হবে।” পরের ম্যাচে কেমন পিচ হবে সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে রোহিত বলেন,”আমি জানিনা পরের ম্যাচে কেমন পিচ আমাদের দেওয়া হবে। তবে পিচ দেখে এবং পরিবেশ বুঝে আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। এর কারণে প্রথম একাদশেও পরিবর্তন আনা হতে পারে।”