ক্রিকেট
দ্রাবিড়ের তুরুপের তাস কুলদীপ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ জিতেছেন রোহিত, বিরাটরা এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিতক্ত হয়েছে। ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি খেলার সময় পেসারদের থেকে অনেক বেশি পেয়েছিল। তবে অনেকেই মনে করেছিলেন দলের তারকা স্পিনার কুলদীপ যাদব অন্তত একটি ম্যাচে সুযোগ পাবেন। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচে কুলদীপের খেলার সম্ভাবনা থাকলেও, বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় তিনি আর সুযোগ পাননি।
এবারে সামনে সুপার এইট পর্ব। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা এই পর্বে পিচ থেকে স্পিনাররা অনেক বেশি সাহায্য পাবেন। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, সুপার এইট পর্বের প্রথম ম্যাচ থেকেই সুযোগ পেতে পারেন কুলদীপ। এই পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বার্বাডোজে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আভাস দিয়ে গেলেন, তাঁরা এই ম্যাচে একজন রিস্ট স্পিনার খেলানোর কথা চিন্তা-ভাবনা করছেন। ফলে বোঝাই যাচ্ছে কুলদীপের এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল। তিনি বলেন,”যেকোনও ক্রিকেটারকেই মাঠের বাইরে রেখে খেলতে নামা বেশ কঠিন। তবে আমেরিকার পরিবেশে পেসাররা অনেক বেশি সাহায্য পাচ্ছিল। আমরা মনে করি যদি একজন অতিরিক্ত স্পিনার নামানো যায়, তাহলে কুলদীপ বা চাহালের মধ্যে একজনকে প্রথম একাদশে রাখার কথা ভাবা যেতে পারে।”
তিনি আরও যোগ করেন,”দলের স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমনভাবেই দল গঠন করেছি যেখানে আমাদের কাছে ব্যবহার করার জন্য সব রকম অপশন খোলা রয়েছে। নিউইয়র্কে আমরা আটজন ব্যাটার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে বার্বাডোজে অবশ্যই একজন রিস্ট স্পিনার কাজে লাগবে।”