ক্রিকেট

এখনই রোহিত রাজত্বের অবসান নয়

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল জিতেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রোহিত টি-টোয়েন্টি না খেললেও ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে খেলবেন দেশের জার্সিতে। তবে প্রশ্ন ছিল রোহিতের নেতৃত্ব নিয়ে। অনেকেই মনে করেছিলেন এবার কি তবে রোহিত রাজত্বের অবসান হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং বোর্ড সচিব জয় শাহ। তিনি সরাসরি রোহিতের অধিনায়কত্ব নিয়ে কিছু না বললেও, বোর্ড সচিব জানালেন “আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। রোহিতের উপর আস্থা আছে। ভবিষ্যতে এই দুটি ট্রফিও আমরাই জিতব।” টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিতের নেতৃত্বে সাফল্য নিয়ে আশাবাদী বোর্ড সচিব। জয় শাহর বক্তব্য থেকেই মনে করা হচ্ছে আপাতত ভারতীয় দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না।

১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জুন ২০২৪। ঠিক সাত মাসের মধ্যে চিত্রটা পুরোপুরি বদলে গেল। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতকে। চোখের জলে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ মেটালেন হিটম্যান। ভারতের বিশ্বকাপ জয়ের জন্য বোর্ড সচিব আলাদা করে ধন্যবাদ জানালেন রোহিত, বিরাট, জাদেজা এবং রাহুল দ্রাবিড়কে। পাশাপাশি এই জয়ের পিছনে গোটা দলের কৃতিত্বকে অস্বীকার করেননি তিনি। এক বছরের মধ্যে তিনটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেছে ভার‍ত। প্রসঙ্গত, পরের বছর ৩৮-এ পা দেবেন ভারতের সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নিঃসন্দেহে আরও কিছুদিন তার হাতেই থাকবে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version