ক্রিকেট
সেমিফাইনাল দুর্ভাগ্য কাটানোর লক্ষ্যে ভারত
সৌরভ রায়; গায়ানা, ২৬ জুন – গায়ানায় বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। তবে তার আগে সেখানে চলছে রোদ-বৃষ্টির খেলা। বুধবার সকাল থেকেই গায়ানায় চলছিল তুমুল বৃষ্টি। এক সময় মনে হচ্ছিল ভারতীয় দল তাদের ঐচ্ছিক অনুশীলন হয়তো বাতিলই করে দেবে। তবে শেষ পর্যন্ত সূর্য দেবতা সদয় হলেন। রোদ উঠল এবং প্রায় গোটা ভারতীয় দলই এদিনের ঐচ্ছিক অনুশীলনে যোগও দিল। যদিও বুধবার ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলন করলেও, নেটে তাকে ব্যাট করতে দেখা যায়নি। তবে বাকিরা প্রায় সবাই যেমন বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহরা নেটে গা ঘামালেন।
একদিনের বিরতির পরে বুধবার আবার প্রায় গোটা দল অনুশীলন করল। মাঠে এসে এখানকার পরিবেশ সম্পর্কে কিছুটা ধারণা করলেন রাহুল দ্রাবিড়, বিরাট কোহলিরা। তবে একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরছেই। ভারত কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের যে উইনিং কম্বিনেশন ছিল সেটা ভাঙবে? অনুশীলন দেখে যেটুকু মনে হল, সেই একই দল নামাতে চলেছেন রোহিত শর্মারা। যদি আবহাওয়ার খুব একটা বদল না হয় তবে, একই একাদশ থাকবে ভারতের। তবে বৃহস্পতিবার ম্যাচের সময় ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই সম্ভাবনা এদিনও ছিল, তবে সবাইকে অবাক করে দিয়ে ভারতের অনুশীলনের সময় একেবারে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখা যায়। ফলে এমন আবহাওয়া যদি বৃহস্পতিবারও থাকে, তবে তিন স্পিনার নিয়েই মাঠে নামবে ভারত। বৃষ্টির কারণে যদি ওভার কমে, তবে একজন স্পিনারকে বসিয়ে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে আনা হতে পারে। তবে সম্পূর্ণ ম্যাচ হলে কোনওভাবেই কুলদীপ যাদবকে ভারত যে বসানোর ঝুঁকি নেবে না তা এখনই বলে দেওয়া যায়।
এদিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত একটা কথা বলে গেলেন। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে যে ভুলটা তাঁরা করেছিলেন, তার পুনরাবৃত্তি কোনওভাবেই করতে চান না। এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় দল ঠিক কোন রণনীতি নিয়ে মাঠে নামে। তবে এই পিচটি যথেষ্ট স্পিন সহায়ক, তাই যদি বৃষ্টি না হয় তাহলে ভারত যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে সেটা যেমন ঠিক, তেমনই যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে স্পিনাররা তেমন সুবিধা পাবেন না। সেক্ষেত্রে ইংল্যান্ডের কিছুটা হলেও সুবিধা হতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত। তার পরেই ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। যার ফলে বোর্ডের কাছে ছুটির জন্য বলেও রেখেছিলেন তিনি। প্রথমে না খেলার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে যে হয়ত প্রথম টেস্টে খেলতে পারেন রোহিত শর্মা। সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ড থেকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেক রদবদল হয়েছে। যেখানে একটা সময় এই প্রতিযোগিতার ফাইনাল খেলার দৌড়ে সবার প্রথমে ছিল ভারত, সেখানে নিউজিল্যান্ড সিরিজে হারের পর পরিস্থিতি অনেক বদলেছে। যার ফলে ফাইনালে খেলতে হলে এই সিরিজে জিততেই হবে ভারতকে। সেই কারণেই বোর্ড থেকেও কড়া সিদ্ধান্ত জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে যেন কোনও রকম খামতি না থাকে ভারতীয় ক্রিকেটারদের। সম্ভবত সেই কারণেই হয়ত নিজের সিদ্ধান্ত বদলেছেন অধিনায়ক রোহিত শর্মা। যা খবর তাতে হয়ত ১০ই নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের অনেক ক্রিকেটার। খবর তাতে দলের সঙ্গেই হয়ত অস্ট্রেলিয়া পাড়ি দেবেন রোহিত। এছাড়াও ভারতের দ্বিতীয় দলটি যাবে তার পরের দিন।
এর পাশাপাশিই পার্থ টেস্টে রোহিতের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখতে চলেছে অধিনায়কের দ্বিতীয় সন্তান, এমনটাই খবর। তবে বোর্ড থেকে জানানো হয়েছে রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেও, সন্তান জন্মের সময় টেস্ট খেলবেন নাকি দেশে ফিরে আসবেন, তা পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।
ক্রিকেট
বেসরকারি টেস্টেও চুনকাম ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্টে চুনকাম হয়েছে রোহিত-কোহলিরা। এবারে অজি ভূমিতে বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারতে হয় ভারত ‘এ’ দলকে। চরম ব্যার্থ কে এল রাহুল। সেসবের মাঝেও অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনদের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। বোলাররা লড়াই চালালেও শেষে ৬ উইকেটে হারতে হয় রুতুরাজের দলকে।
এর আগে প্রথম বেসরকারি টেস্টে ভারত ‘এ’ দল হেরেছিল ৭ উইকেটে। এই হারের পরেই তড়িঘড়ি অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয় কে এল রাহুল এবং ধ্রুব জুরেলকে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেখানে গিয়ে মাত্র ১৪ রান করেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। চার ইনিংসে মাত্র ১৬২ রান রান করেন দুজনে। যদিও এই রানের মধ্যে এক ১৪৮ রান করেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। অপরদিকে প্রথম ইনিংসে ব্যার্থ হলেও দ্বিতীয় ইনিংসে তনুশ কোটিয়ান করেন ৪৪ রান।
প্রথম বেসরকারি টেস্টের দুটো ইনিংসে ভারতীয়রা করেছিলেন যথাক্রমে ১০৭ ও ৩১২ রান। তবে দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনের ১০৩ রান এবং দেবদত্ত পাডিক্কলের ৮৮ রানের সুবাদে ২২৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার কাছে জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রানের। সেখানে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যাম কোনস্টাস। বিউ ওয়েবস্টেরও খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। কিন্তু শুরুতে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলীয়া ‘এ’। তবে এই দুই ব্যাটারের যুগলবন্দীতে জয় তুলে আনতে সক্ষম হয় আয়োজকরা। অপরদিকে বিপজ্জনক মনে হওয়া খলিল আহমেদকে ৪ ওভারের বেশি বল করালেন না রুতুরাজ।
সাদা বলের ক্রিকেটে দারুন প্রদর্শন করছে ভারত। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে সিরিজ শুরু করে সূর্যকুমার যাদবের দল। তবে লাল বলের ক্রিকেটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভারতকে। দেশের মাটির পর এবারে বিদেশের মাটিতেও তার অন্যথা হলোনা। এবারে দেখার কত দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: বড় জয় দিয়েই সিরিজে যাত্রা শুরু ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকমাস আগে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারে আবারও সেই একই প্রতিপক্ষকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানের ইনিংস এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারল তাঁরা। যার ফলে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল মার্করামরা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। এই সিরিজে নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরাও। ফলে তাদের ছাড়াই এই সিরিজে খেলতে নামতে হয়েছে ভারতকে। তবে বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামলেও ভারতের তরুণদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। অপরদিকে ভাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের মাধ্যমে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করে গেছে ভারত।
এদিকে নিজের ফর্ম ধরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়লেন সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলে, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর দুটি শতরান করার নজিরও গড়লেন তিনি। অপরদিকে রোহিত শর্মার অবসর নেওয়ার পরে ওপেনিংয়ের জায়গায় নিজের নাম পাকা করে ফেলেছেন সঞ্জু স্যামসন। তবে চিন্তা দ্বিতীয় ওপেনার নিয়ে। অভিষেক শর্মাকে ভরসা হিসেবে ধরা হলেও আশানুরূপ ফল করতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৭ রান করেই তাকে ফিরে যেতে হয়। ফলে শুভমন গিল যদি টি-টোয়েন্টি দলে ফেরেন, তাহলে চিন্তা বাড়বে অভিষেক শর্মার।
এদিকে গোটা ম্যাচে সঞ্জু স্যামসন ভাল প্রদর্শন করলেও, চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। ১৫.৩ ওভারে যখন সঞ্জু আউট হলেন, ভারতের রান তখন ছিল ১৭৫। তবে সেখান থেকে বাকি ব্যাটাররা সকলেই তাড়াহুড়ো করতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষের ৬ ওভারে মাত্র ৪০ রান তুলতে পেরেছে ভারত। বাকি ব্যাটাররা রান করতে পারলে আরও বড় রানের দিকে এগিয়ে যেতে পারত সূর্যাকুমার যাদবরা। অপরদিকে ব্যাট করতে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে রান তাড়া করার মানসিকতা দেখান অধিনায়ক এডেন মার্করাম। আরশদীপের বলে পরপর দুটি চার মেরে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। আরশদীপের বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। অপরদিকে ব্যাট হাতে ব্যার্থ হন ক্লাসেন এবং ডেভিড মিলার। স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হলেন দুজনেই। অপরদিকে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরে পরপর দুই মরশুম ভাল খেলার পর জাতীয় দলে ফিরেও ফর্ম হারাননি তিনি। তাঁর বোলিংয়ের ঘূর্ণিতে রেহাই পাননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি