ক্রিকেট
সিরিজ জয়ই মন্ত্র রোহিতের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আগামীকাল কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর, এবার ভারতের লক্ষ্য একদিনের সিরিজে ভালো ফল করা। ইতিমধ্যেই গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট-রোহিতরা। যদিও গতকাল দলের সবাই অনুশীলনে উপস্থিত ছিলেন না। আজ ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে দলের সকলকেই দেখা গেল। সকলেই একদিনের সিরিজ নিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল।
ওডিআই সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা কিন্তু দল নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যহত রাখলেন। আজকের অনুশীলন দেখেও বোঝার উপায় নেই প্রথম ম্যাচে উইকেটের পিছনে কাকে দেখা যাবে। কেএল রাহুল এবং ঋষভ পন্থ দুজনেই জোরকদমে অনুশীলন করলেন। আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুজনকেই প্রথম একাদশে দেখা যেতে পারে এবং উইকেটের পিছনে দাঁড়াতে পারেন ঋষভ পন্থ। এখনও পর্যন্ত পঞ্চাশ ওভারের ম্যাচে নিজেকে সেরা উচ্চতায় নিয়ে যেতে পারেননি পন্থ। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঋষভ পন্থকে দেখে নিতে। পাশাপাশি রিয়ান পরাগ, হর্ষিত রানার মত তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতে মাত্র ৬ টি ওডিআই ম্যাচ পাবে ভারতীয় দল। তবে এখনই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে ভাবতে চাইছেন না রোহিত শর্মা। প্রতিটি সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে ভারতীয় দল। পাশাপাশি দলগত পারফরম্যান্সের উন্নতির দিকে নজর দিতে চাইছেন ভারত অধিনায়ক।