ক্রিকেট

মাইলস্টোনের জন্য খেলিনা: রোহিত

Published

on

সৌরভ রায়; সেন্ট লুসিয়া, ২৪ জুন – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে বড় রান আসছিল না। বেশ কয়েকটি ম্যাচে ভাল শুরু করেও আউট হয়ে যাচ্ছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে কেমন পারফর্ম করবেন হিটম্যান? সোমবার সেন্ট লুসিয়ায় ব্যাট হাতেই সেই জবাব দিলেন রোহিত। ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং আটটি বিশাল ছয় দিয়ে। প্রধানত তার জন্যই ভারত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল।

দুরন্ত একটা ইনিংস খেলার পরেও অদ্ভুতভাবে নির্লিপ্ত রোহিত। ম্যাচের সেরা পুরস্কার হাতে নিয়ে নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,”পাওয়ার প্লে’তে এটাই আমার কাজ। বিপক্ষের বোলাররা কেমন বল করছে সেটা দেখে নিয়ে আমি সেইমতো ব্যাটিং করি। অস্ট্রেলিয়া নিজেদের পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছিল। ওরা হাওয়ার বিরুদ্ধে বল করার চেষ্টা করছিল। তাই আমাকেও ঠিকঠাক পরিকল্পনা করে ব্যাটিং করতে হচ্ছিল। আমি শুধু নিজের উপর ভরসা রেখে ব্যাট করছিলাম, এবং সব বলেই বড় শট খেলার চেষ্টায় ছিলাম।”

পাশাপাশি ভারত অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিলেন তিনি মাইলস্টোনের জন্য খেলেন না।”আমি আগেও বলেছিলাম, অর্ধশতরান বা শতরান করতে পারলাম কিনা সেটা আমার কাছে কোনও বড় ব্যাপার নয়। আমাদের একটাই লক্ষ্য ছিল বিপক্ষ বোলারদের চাপে রাখা, এবং সেটা করতে গেলে আপনাকে বড় রান করতেই হবে,” বলেন রোহিত।

নিউইয়র্কে বল হাতে সুযোগ না পেলেও, ওয়েস্ট ইন্ডিজে মাঠে নেমেই বল হাতে নিজের ভেল্কি দেখাচ্ছেন কুলদীপ। তাঁর প্রশংসা করে রোহিত বলেন,”আমরা জানি কুলদীপ কী করতে পারে। নিউইয়র্কে পেসাররা অনেক বেশি সাহায্য পাচ্ছিল, তাই ওখানে কুলদীপকে বাইরে বসতে হয়েছিল। তবে আমরা জানতাম ওয়েস্ট ইন্ডিজের পিচে ও দলের জয়ে বড় ভূমিকা নেবে। আর কুলদীপ সেটাই করে দেখাচ্ছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version