ক্রিকেট

বিরাটের পাশে দাঁড়াচ্ছেন রোহিত

Published

on

সৌরভ রায়; গায়ানা, ২৬ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই রানের মধ্যে নেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই প্রতিযোগিতায় ওপেন করতে নেমে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ১০০ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ৬৬ রান করেছেন বিরাট। ইতিমধ্যেই তাঁকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা নানারকম বিষোদগার করতেও শুরু করেছেন। অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আশিস নেহরার করা এক লজ্জার রেকর্ডের কথা বলেও বিরাটকে টিপ্পনী কাটতে ছাড়ছেন না। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড শুধুমাত্র নেহেরার অধীনেই ছিল।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে অক্সিজেন পেলেন কোহলি। ম্যাচের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে এসে কোহলির পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোহলির সমর্থনে কথা বলতে গিয়ে এখানের পরিবেশ নিয়ে বেশ কিছু কথা বলেছেন রোহিত। তিনি বলেন,”এখানে সবকিছুই পরিবেশের উপরে নির্ভর করে। এটা ঠিক এখানকার পরিবেশ নিয়ে কথা বলাটা আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার বলে মনে হয়, তবে এটা সত্যি যে পরিবেশে খেলা হচ্ছে, সেটার উপরে অনেকটাই একজন ক্রিকেটারের পারফরমেন্স নির্ভর করে।” তিনি আরও যোগ করেন,”নিউইয়র্কে আমরা দেখেছিলাম যে সেখানকার পরিবেশ কেমন এবং একটা ধারণা তৈরি হয়েছিল যে সেখানে ম্যাচ জেতার জন্য ঠিক কতটা রান দরকার। তাই টি-টোয়েন্টি ক্রিকেট হলেও, ওখানে নেমেই ব্যাট চালানোটা একেবারেই নির্বুদ্ধিতার নিদর্শন হতো। আমরা একটা স্মার্ট ক্রিকেট টিম হতে চাই। দল হিসেবে মাঠে নেমে শুধু ব্যাট চালাতে হবে এই ধারণায় আমরা বিশ্বাসী নই।”

অধিনায়ক হিসেবে তাঁর কাজ নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন,”একজন অধিনায়ক বা কোচ হিসেবে ম্যাচ শুরু হয়ে গেলে দলের কাউকেই খুব একটা কিছু আর বলতে হয় না। কারণ দলের প্রত্যেকেই নিজের কাজ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version