Connect with us

ক্রিকেট

দ্রাবিড়ের তুরুপের তাস কুলদীপ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ জিতেছেন রোহিত, বিরাটরা এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিতক্ত হয়েছে। ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি খেলার সময় পেসারদের থেকে অনেক বেশি পেয়েছিল। তবে অনেকেই মনে করেছিলেন দলের তারকা স্পিনার কুলদীপ যাদব অন্তত একটি ম্যাচে সুযোগ পাবেন। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচে কুলদীপের খেলার সম্ভাবনা থাকলেও, বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় তিনি আর সুযোগ পাননি।

এবারে সামনে সুপার এইট পর্ব। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা এই পর্বে পিচ থেকে স্পিনাররা অনেক বেশি সাহায্য পাবেন। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, সুপার এইট পর্বের প্রথম ম্যাচ থেকেই সুযোগ পেতে পারেন কুলদীপ। এই পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বার্বাডোজে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আভাস দিয়ে গেলেন, তাঁরা এই ম্যাচে একজন রিস্ট স্পিনার খেলানোর কথা চিন্তা-ভাবনা করছেন। ফলে বোঝাই যাচ্ছে কুলদীপের এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল। তিনি বলেন,”যেকোনও ক্রিকেটারকেই মাঠের বাইরে রেখে খেলতে নামা বেশ কঠিন। তবে আমেরিকার পরিবেশে পেসাররা অনেক বেশি সাহায্য পাচ্ছিল। আমরা মনে করি যদি একজন অতিরিক্ত স্পিনার নামানো যায়, তাহলে কুলদীপ বা চাহালের মধ্যে একজনকে প্রথম একাদশে রাখার কথা ভাবা যেতে পারে।”

তিনি আরও যোগ করেন,”দলের স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমনভাবেই দল গঠন করেছি যেখানে আমাদের কাছে ব্যবহার করার জন্য সব রকম অপশন খোলা রয়েছে। নিউইয়র্কে আমরা আটজন ব্যাটার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে বার্বাডোজে অবশ্যই একজন রিস্ট স্পিনার কাজে লাগবে।”

ক্রিকেট

ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে মহম্মদ শামির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে চুটিয়ে খেলেছেন ভারতের তারকা জোড়ে বোলার মহম্মদ শামি। এই মুহূর্তে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে রাজকোটে রয়েছেন তিনি। তবে এখন বড় প্রশ্ন হল কবে তিনি সুযোগ পাবেন ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফির দলে। খবর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়াবিজ্ঞানের পর্যবেক্ষনে রয়েছেন শামি। সেই রিপোর্ট দেখেই বোঝা যাবে কবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন তিনি।

বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে এই মুহূর্তে রাজকোটে রয়েছেন মহম্মদ শামি। টি-টোয়েন্টি ম্যাচে খেলার কারণে এই মুহূর্তে টেস্ট ম্যাচের চাপ কতটা নিতে পারবেন তিনি সেখানে একটা প্রশ্ন রয়েছেই। সেটা দেখার জন্য এনসিএ-র ট্রেনার নিশান্ত বরদলৈর কঠোর পর্যবেক্ষনে রয়েছেন তিনি। তার দেওয়া নির্দিষ্ট অনুশীলন ম্যাচের আগে বা পরে মানছেন শামি। এছাড়াও প্রধান হিসেবে বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল রয়েছেন এই দলে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, “শামিকে পর্যবেক্ষণ করবেন এনসিএ-র দল। টেস্ট ম্যাচের জন্য কতটা শারীরিক চাপ নিতে পারছেন শামি, সেটার উপর নজর রাখবেন তারা। সেটার উপরই নির্ভর করবে, তাঁকে টেস্ট দলে ডাকা হবে কিনা”।

রঞ্জি ট্রফিতে টানা বল করার জন্য ভাবা হয়েছিল হয়ত দ্রুত অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে উড়ে যাবেন শামি। তবে শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাছাড়া জাতীয় দলে ফিরতে হলে আইসিসির তরফ থেকে ফিট হওয়ার পাশাপাশি ওজন কমানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে শামিকে। কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণে চোটের হাত থেকে শামিকে দূরে রাখতে চাইছে বোর্ড। এবারে দেখার ঘরোয়া ক্রিকেটে ভাল প্রদর্শন করে কত দ্রুত জাতীয় দলে ফেরেন তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।

টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।

অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।

ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।

Continue Reading

Trending