ক্রিকেট
গম্ভীরের পক্ষেই ভোট রাজপুতের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বদলে যাবে ভারতের কোচ। সময় যত এগোচ্ছে জল্পনাও তত বাড়ছে। কে হবেন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী? এক সময় ভারতের কোচ হওয়ার দৌড়ে প্রবলভাবে এগিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে গম্ভীর নিজেই জানিয়েছিলেন তিনি এখনও কেকেআরেই থাকতে চান। ভারতীয় দলের কোচ হওয়ার বিষয় বিশেষ আগ্রহ প্রকাশ করেননি গম্ভীর। এবার প্রাক্তন ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত গম্ভীরের পক্ষেই ভোট দিলেন। তিনি বললেন “গম্ভীরই এই পরিস্থিতিতে ভারতের যোগ্যতম কোচ। ভারতীয় ক্রিকেটকে তিনিই সঠিক দিশা দেখাতে পারেন।”
লালচাঁদ রাজপুতের মন্তব্য আবারও জল্পনা বাড়িয়েছে। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য গম্ভীর আবেদন করেছেন কিনা, তা এখনও জানা যায়নি। লালচাঁদ রাজপুত বললেন “গম্ভীরের ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ওর অভিজ্ঞতাও কম নয়।” বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদে রয়েছেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই নাইটদের দীর্ঘদিনের ট্রফি খরা কেটেছে। কলকাতার ট্রফি জয়ের প্রসঙ্গ টেনে রাজপুত বললেন “গম্ভীর নিজে হাতেই দলটার চেহারা বদলে দিয়েছে।” গম্ভীরের কারণেই যে নাইটরা চ্যাম্পিয়ন হয়েছে, একথা একবাক্যে স্বীকার করছেন রাজপুত। সবমিলিয়ে নাইট মেন্টরকেই ভারতীয় দলের কোচের পদে দেখতে চান লালচাঁদ রাজপুত।