আন্তর্জাতিক ক্রিকেট
ইংল্যান্ডের বিরুদ্ধে জিতল অস্ট্রেলিয়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার শুরুটা করেছিলেন। মাঝের সারিতে দলকে টেনে নিয়ে গেলেন মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল। ১৭ বলে ৩০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন মার্কস স্টয়নিস। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝের সারিতে রান পেলেন না কেউই। ২০ ওভারে ১৬৫ রানেই আটকে গেল ইংল্যান্ড। ৩৬ রানে জিতল অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট
WT20WC: প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টিতে এর আগে মোট তেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু জয় বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ক্রিকেটভক্তদের আশা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়ত নিউজিল্যান্ডকে হারিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। কিন্তু সেটা হল না। প্রস্তুতি ম্যাচে পরপর জয় পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং। ২০০৯ সাল থেকে প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতীয় মহিলারা।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তাদের দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লামার। পাওয়ারপ্লেতেই ৫০ রানের উপর স্কোরবোর্ডে রান তুলে ফেলেন কিউই ওপেনাররা। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারতের বোলাররাও। পরপর দুই ওভারে তারা আউট করে দেন, নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। মাঝের ওভারগুলোতে যথেষ্ট ভাল বোলিং করেন ভারতীয়রা। তবে শেষের দিকে এসে মাত্র ৩৬ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেই ইনিংসের দরুন ১৫০ রানের গণ্ডি পার করে তার দল। কুড়ি ওভার শেষে তাদের রান হয় ১৬০। অপরদিকে ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে সফল বোলিং করেন রেনুকা সিং। চার ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আশা শোভানা এবং অরুন্ধতী রেড্ডি।
১৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় ভারতের দুই তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে। বেশিক্ষণ ক্রিজে থাকেন নি অধিনায়ক হরমনপ্রীতও। তাঁকে আউট করেন নিউজিল্যান্ড বোলার রোজম্যারি মায়ের। প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং। অবশেষে ৫৮ রানের বিরাট ব্যবধানে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয় হরমনপ্রীতদের। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অবশ্যই চাপে থাকবে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম প্রস্তুতি ম্যাচে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেটাররা। এবারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা ২৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এর ফলে বেশ ভাল আত্মবিশ্বাস নিয়েই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে নামবে ভারত, তা বলাই যায়।
আগামী ৪ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা ব্রিগেড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তারা। শেষ ম্যাচে দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষের দুরন্ত খেলায় ১৪৪ রান করে ভারত। রান করেন স্মৃতি মান্ধানাও।
বল করতে নেমে দুরন্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের। চার ওভারে তিনি দেন মাত্র ১৬ রান দেন রেণুকা সিং। অপরদিকে দীপ্তি এবং হারমনপ্রীত দুজনে মিলে তিন ওভার বল করে মাত্র ৩ রান দেন। ফলে রানরেটে অনেকটাই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওপেনার লাউড় ওয়ালভার্ড এবং তাজমিন ব্রিটজ দুরন্ত পার্টনারশিপ তৈরি করেন। কিন্তু মাঝের ওভারে ভারতের স্পিনাররা রানের গতিতে বাধা দিয়ে দেন। যার ফলে ২০ ওভারের শেষে ১১৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং এবং ২৮ রানের সহজ জয় পান হারমনপ্রীত-দীপ্তিরা।
আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ১৪ দিন। তার পরেই শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত, অশ্বিন, জাদেজারা। তারই মাঝে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দলের অভিজ্ঞ পেস বোলার টিম সাউদি।
ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ১৬ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে, শ্রীলঙ্কা সিরিজে হারের ধাক্কায় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন সাউদি। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের লাল বলের অধিনায়ক ছিলেন সাউদি। তার অধিনায়কত্বে নয়টি টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিনি জানিয়েছেন, “দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিলাম। নিজের দেশের হয়ে নেতৃত্ব দেওয়াটা সবসময়েই আমার কাছে সম্মানের। আমি সবসময় দলকে সবার প্রথম অগ্রাধিকার দিয়েছি। তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো দলের ভালোর জন্যই। আমি চাই আরও ভালো খেলতে, টেস্ট ম্যাচে আর বেশি উইকেট নিতে।” তবে এবারে লাল বল ক্রিকেটে, দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।
দুবারের অধিনায়কত্বে মোট ১৪টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সাউদি। যার মধ্যে জিতেছেন ছয়টি, হেরেছেন ছয়টি এবং ড্র হয়েছে দুটি। কিন্তু অধিনায়কত্বের চাপ নিয়ে জোড়ে বোলার হিসেবেও ভাল খেলতে পারেননি ৩৫ বছর বয়সি সাউদি। শ্রীলঙ্কা সফরে ৪৯ ওভার বল করে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও এই ১৪টি ম্যাচে সাউদু নিয়েছেন মাত্র ৩৫টি উইকেট। ফলে দলের অভিজ্ঞ জোড়ে বোলারের এই প্রদর্শনের জন্য অনেকটা সমস্যা হয়েছে নিউজিল্যান্ড দলের।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট12 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি