Connect with us

Uncategorized

নতুন ক্লাবে পুরনো বন্ধু, মেসির জন্য অপেক্ষা করছে চমক

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন লিওনেল মেসি। মেজর লীগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে এবার দেখা যাবে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। চুক্তিও পাকা হয়ে গেছে। তবে তার ক্লাবে যোগ দেওয়ার আগে ক্লাবের পক্ষ থেকে নতুন চমক রইল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের জন্য। কী সেই চমক? আসলে নতুন ক্লাবে পুরনো বন্ধুকে ফিরে পাচ্ছেন মেসি। লিওর যোগ দেওয়ার আগেই ইন্টারমিয়ামিতে কোচ হয়ে আসছেন জেরার্দো তাতা মার্তিনো। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনা এবং আর্জেন্টিনার তার অধীনে খেলেছেন মেসি। আবার সেই জুটির মেলবন্ধন নতুন করে আশা দেখাচ্ছে ইন্টার মিয়ামিকে।

বুধবার ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ” ‌ এমএলএস কাপ এবং এমএলএস বর্ষসেরা কোচের পুরস্কারপ্রাপ্ত, আর্জেন্টিনা এবং মেক্সিকোর জাতীয় দলের এককালীন ভারপ্রাপ্ত, বার্সেলোনার প্রশিক্ষণে অভিজ্ঞ কোচ খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন ক্লাবের সঙ্গে। চুক্তিপত্রের কিছু কাজ শেষ হলেই ক্লাব নতুন কোচ পাবে।” অন্যদিকে ক্লাবের কর্মকর্তা জর্জ মাস বলেছেন, “আমার মনে হয় আমাদের লক্ষ্যকে ছুঁয়ে দেখার জন্য ইনি সঠিক কোচ। তাতা অন্যতম সফল কোচদের একজন এবং অভিজ্ঞতার দিক দিয়েও অনেকের থেকে অনেকটাই এগিয়ে। আমি আশাবাদী দলকে নিয়ে উনি চমকপ্রদ কিছু করে দেখাতে পারবেন।”

গত বছর বিশ্বকাপে মেক্সিকোর জাতীয় দলের কোচ পদ থেকে পদত্যাগ করেছিলেন মার্তিনো। ১৯৭৮ সালের পর এই প্রথম প্রতিযোগিতার গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয় মেক্সিকোকে। আর তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তাতা। তবে তার এই বিরতি যে কোন ভাবেই মনে কোন দ্বন্দ্ব সৃষ্টি করছে না এমনটাই জানিয়েছেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। “তাতা একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তার রেকর্ডই তার পরিচয়। আমাদের দৃঢ় বিশ্বাস ওর অভিজ্ঞতা এবং সাফল্য গোটা দলকে অনুপ্রাণিত করবে এবং পাশাপাশি সমর্থকদের মনে উচ্ছ্বাসের সৃষ্টি করবে। মাঠ এবং মাঠের বাইরে তার প্রভাব গোটা দলকে কিভাবে সংগঠিত করে সেটা দেখার জন্যও আমরা উৎসাহিত” বলেন বেকহ্যাম।

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending