Connect with us

আইপিএল

ফের বড় ধাক্কা নাইট শিবিরে, অনিশ্চিত ফাস্ট বোলার

Published

on

রে স্পোর্টস নিউজ ডেস্ক: আইপিএল শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কা নাইট শিবিরে। প্রথমে কোমরের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কও ছিলেন তিনি। আবার আয়ারল্যান্ড সিরিজের কারণে বাংলাদেশের শাকিব আল হাসান এবং লিটন দাসকেও দলে পাবে না নাইটরা। তবে এখানেই শেষ নয়। এখন লকি ফার্গুসনের দলে থাকাও অনিশ্চিত হয়ে পড়েছে এমনটাই শোনা যাচ্ছে। চোটের কারণে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেও ছিটকে গেছেন তিনি।

নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা প্রথম ওডিআই এর পরে ফার্গুসন, ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপস এর ভারতে আসার কথা ছিল। আগামী ২৬ শে মার্চ কলকাতায় এসে পৌঁছানোর কথা ছিল এই ফাস্ট বোলারের। কিন্তু এখন হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে প্রথম ওডিআই খেলতে পারবেন না তিনি এমনটা জানা গেছে। আদৌ কখন কেকেআরে যোগ দেবেন ফার্গুসন সেই ব্যাপারে নিশ্চিত কিছু বলা হয়নি। নিউজিল্যান্ডের বোলিং কোচ শ্যেন জুর্গেনসেন জানিয়েছেন বৃহস্পতিবার ট্রেনিং চলাকালীন অস্বস্তি অনুভব করছিলেন ফার্গুসন। গত দু সপ্তাহ ধরে এই চোটে ভুগছিলেন তিনি। একান্তই তাকে দলে পাওয়া না গেলে সেক্ষেত্রে নাইট শিবিরের প্রথম একাদশে তার পরিবর্ত হিসেবে আসতে পারেন উমেশ যাদব।

আইপিএল

নভেম্বরেই হবে আইপিএল মেগা নিলাম

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। যা শোনা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি এই মেগা নিলামের আসর বসতে পারে। সময় এগিয়ে এলেও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়ম।

এবার বিদেশের মাটিতেই বসতে চলেছে এই নিলামের আসর। ভারতে এটি অনুষ্ঠিত হবেনা তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। গতবারের নিলামের ভেন্যু ছিল দুবাই। যদিও গতবার হয়েছিল মিনি নিলাম। কিন্তু শোনা যাচ্ছে এবারের মেগা নিলাম লন্ডনে আয়োজিত হতে পারে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, দুবাইতে নিলাম হওয়ার আয়োজনের প্রস্তাবও রাখা হয়েছে। তবে সবটাই এখন আলোচনার পর্যায়ে রয়েছে।

এছাড়াও শোনা যাচ্ছে ডিসেম্বরের বদলে নভেম্বরেই হয়ে যেতে চলেছে আসন্ন আইপিএল মরশুমের নিলাম। কিন্তু এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব একটা সুবিধে হচ্ছেনা। কারণ বিসিসিআইয়ের তরফে এখনও জানানো হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়মগুলি। কতগুল করে খেলোয়াড় ধরে রাখা যাবে সেই নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। বোর্ডের সঙ্গে আইপিএল দল গুলি বৈঠকে বসলেও এখনও চূড়ান্ত কিছু যানা যায়নি বলেই খবর। যা শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই নিয়ম জানিয়ে দেবে বোর্ড।

নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই সমস্ত দল গুলিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা জমা করে দিতে হবে বোর্ডের কাছে। তার পরে নিলামের দিন ধার্য করবে বোর্ড।

Continue Reading

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

Trending