আন্তর্জাতিক ক্রিকেট
ICC WU19WC: ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ দলকে প্রথমবারের জন্য বিশ্বকাপ দিলেন বাংলার তিতাস…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মহিলাদের প্রথম আইসিসি অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। রবিবার ফাইনালে প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেন শেফালীরা। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায়। প্রত্যুত্তরে ভারত ১৪ ওভারে ৩ উইকেট খুইয়ে ৬৯ রান তুলে প্রথমবার অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ঘরে তুলল। প্রসঙ্গত গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় পুরুষ দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।
এদিন ভারত ভ্যাট করার সময় অধিনায়ক শেফালী ভর্মা ১১ বলে ১৫ রান করে আউট হয়ে যান। এছাড়া দলের আরেক ওপেনার শ্বেতা সেহরাওয়াতও ৫ রান করে আউট হয়ে যাবে। এরপর তৃতীয় উইকেটে ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যান সৌম্যা তিওয়ারি এবং গোঙ্গাদি তৃষার জুটি। প্রথম ১০ ওভারে ৪৮ রান তুলে ভারত এবং শেষ দশ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ২১ রান, যা, তারা সহজেই তুলে নেয়। শেষ পর্যন্ত সৌম্যা অপরাজিত থাকেন ২৪ রানে। অন্যদিকে গোঙ্গাদি ২৪ রান করে আউট হন।
এদিন বল হাতে দুরন্ত দাপট দেখান ভারতীয় বোলাররা। সামনে থেকে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেন বাংলার তিতাস সাধু। ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি মাত্র ১.৫ রান খরচ করলেন হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তিনি সাজঘরে ফেরালেন ওপেনার লিবার্টি হিপ (০) এবং চার নম্বরে নামা উইকেটরক্ষক-ব্যাটার সেরেন স্মেলকে (৩)। তিতাসের মতো কৃপণ না হলেও ইংল্যান্ডের ব্যাটারদের অস্বস্তিতে রাখলেন অর্চনা দেবীও। তিনি আউট করলেন তিন নম্বরে নামা নিমাহ হল্যান্ড (১০) এবং ওপেনার তথা অধিনায়ক গ্রেস ক্রিভেন্সকে। ভাল বল করলেন পার্শ্ববী চোপড়াও। ১৩ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। আউট করলেন রিয়ানা ম্যাকডোনাল্ড-গে (১৯) এবং চেরিস পাভেলিকে (২)।
আন্তর্জাতিক ক্রিকেট
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। তার পরেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। এবারে যা খবর তাতে প্রথম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার নিউজিল্যান্ডের কাছে হারের পর রোহিত জানিয়েছেন ব্যক্তিগত কিছু কারণের জন্য হয়ত প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।
শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে তিনি বলেছেন যে, “এখনও পর্যন্ত আমি যেতে পারব কিনা সেটা নিশ্চিত নই”। যদিও এর আগে দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলেন বিরাট কোহলিও। যার ফলে শেষের তিনটি টেস্টে খেলতে পারেননি তিনি। সেবারে কোহলির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন অজিঙ্ক রাহানে এবং পরে সিরিজও জয়লাভ করেছিলেন। তবে এবারে রোহিত না খেললে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যাবে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাকে। ভারতের বাইরে এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে বড় প্রশ্ন হল রোহিত যদি না খেলেন তাহলে কে আসতে পারেন তার জায়গায়? সেই জায়গায় বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণের সম্ভাবনা অনেকটাই বেশি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুই ইনিংসে ভাল খেলতে পারেননি তিনি। তবে সেখানে রান না পেলেও এই মরশুম লাল বলের ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন ঈশ্বরণ।
আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: মুম্বই টেস্টেও হেরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে শেষবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই হেরেছিল ভারত। তার ২৪ বছর পরে আবারও এরমভাবে চুনকাম হতে হয় ভারতকে। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হেরে আবারও ২৪ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া। এই টেস্টে লড়াই চালিয়ে গেছিলেন ঋষভ পন্থ। তাও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।
হোয়াইটওয়াশ রুখতে মাত্র ১৪৭ রানই করতে হত ভারতকে। যেই রানটা তোলা কঠিন কাজ ছিলনা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কাছে। কিন্তু বিশ্বসেরা ব্যাটিং হলেও, নিউজিল্যান্ড সিরিজে কোনও ব্যাটার তাঁদের সেরা ছন্দে ছিলেননা। এই সিরিজের আগের দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এবারে মুম্বই টেস্টেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। মাত্র ১৪৭ রান ধাওয়া করতে এসে ভারতের ব্যাটিং থেমে যায় মাত্র ১২১ রানে। তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর একার করা ৬৪ রান ছাড়া বাকি কেউ রান করতেই পড়লেন না। অপরদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার অজাজ পাটেল। তাকে সামাল দিতে পারেননি ভারতের কোনও ব্যাটাররা। অপরদিকে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি উইকেট পান ম্যাট হেনরিও।
আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: দ্বিতীয় দিনের শেষে স্বস্তির নিশ্বাস ভারত শিবিরে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। তবে মুম্বই টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিতরা। দ্বিতীয় দিনে ভারতের স্পিনারদের কাছে আটকে যায় কিউয়ি ব্যাটাররা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে রয়েছে নিউজিল্যান্ড। এগিয়ে রয়েছে ১৪৩ রানে।
প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ২৩৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। তবে ব্যাট করতে এসে শুভমান গিল ও ঋষভ পন্থ মিলে বড় রানের লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতকে। জুটি বেঁধে তাঁরা খেলেন ৯৬ রানের ইনিংস। কিন্তু মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ৩৬ বলে দ্রুত অর্ধশত রান করে নজিরও গড়েন তিনি। তবে পন্থের আউট হওয়ার পর ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অপরদিকে ওয়াশিংটন সুন্দর খেলেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে মাত্র ২৬৩ রান করে, ২৮ রানে এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অপরদিকে মুম্বইয়ের ঘূর্ণিকে কাজে লাগালেন ভারতীয় বোলাররা। এই ইনিংসে নিজের ছন্দ ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। পেলেন তিনটি উইকেট। অপরদিকে চারটি উইকেট পেলেন রবীন্দ্র জাদেজাও। তবে এই মুহূর্তে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। যার ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে বিরাট-রোহিতরা।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি