Connect with us

আন্তর্জাতিক ফুটবল

2022 FIFA WC: বিশ্বকাপের শুরুতেই অঘটন! নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলেন মেসিরা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে আর্জেন্টিনা অ ধিনায়ক লিওনেল মেসি জানিয়ে গিয়েছিলেন যে এবার এই হয়তো তার কাছে শেষ সুযোগ বিশ্বকাপ জেতার। তবে বিশ্বকাপের শুরুটা একেবারেই ভাল হলো না মেসি এন্ড কোম্পানির। যেখানে সকলেই ভেবেছিল যে ৩৬ ম্যাচ অপরাজিত থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবকে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে হেলায় হারাবে, তাদের সকলকে ভুল প্রমাণ করে সৌদি আরব মেসিদের ২-১ গোলে হারিয়ে অঘটন ঘটাল কাতার বিশ্বকাপে। গোটা বিশ্ব দেখল কিভাবে এশিয়া তথা বিশ্বের ৫১ নম্বরে থাকা দল বিশ্ব ক্রমপর্যায়ে ৩ তিন নম্বরে থাকা দলকে হারিয়ে ফুটবল বিশ্বে হুলস্থুল ফেলে দিল। সাথে সাথে ফুটবল বুঝিয়ে দিল যে আমাদের ভাবনা এবং কঠিন বাস্তবের মধ্যে ঠিক কতটা তফাৎ।

এদিন ম্যাচের শুরুটা খুবই ভালো করেছিল আর্জেন্টিনা। খেলার ২ মিনিটের মাথায় তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। ডান প্রান্তে বল পেয়ে বক্সের কাছাকাছি এসে লাউতার মার্তিনেজকে দারুন বল বাড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া। সেখান থেকে মার্তিনেজ ব্যাক হিল করলে বাঁ পায়ে গ্রাউন্ডে শট মেরে বল বলে রাখার চেষ্টা করেন মেসি, তবে তা ডান দিকে ঝাঁপিয়ে সহজেই বাঁচান সৌদি গোলরক্ষক।

যদিও খেলা শুরুর পরে মাত্র ১০ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ধার প্রযুক্তির সাহায্য নিয়ে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি, এবং সেখান থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দিতে বেশি সময় নেননি মেসি। এরপর গোটা প্রথমার্ধে সৌদি আরবের বিরুদ্ধে আরো তিনটি গোল করতে পারতো মেসি ব্রিগেড, তবে দারুণ ভার প্রযুক্তির কারণে সেই সবকটি গোল বাতিল হয়। এরমধ্যে একটি সুযোগ থেকে গোল করেছিলেন মেসি, তবে তার উল্লাস বেশিক্ষণ কারণ ভার তাকে সেই সুযোগ দেয়নি। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার পক্ষে ১-০ গোলে।

অনেকেই ভেবেছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকে সৌদি আরবকে আরো বেশি করে চেপে ধরবে আর্জেন্টিনা। তবে দেখা যায় একেবারে তার উল্টো ছবি। খেলার বয়স যখন ৪৮ মিনিট, তখন আর্জেন্টিনা রক্ষণের ভুলে খেলার বিরুদ্ধেই সমতায় ফেরে সৌদি আরব। এরপরই আক্রমণের ঝাঁজ বাড়ায় সৌদি আরব, বক্সের বাইরে মুখের থেকে বল কেড়ে নিয়ে ডান পায়ে দুরন্ত শটে গোল করে সৌদি আরবকে ২-১ গোলে এগিয়ে দেন সালেম আলদাওশারি।

এরপর গোল শোধ করার বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। সৌদিরা তাদের ডিফেন্স এতটাই শক্ত করে ফেলেছিল যে ভাঙ্গা অসম্ভব হয়ে যায় সৌদি ব্রিগেডের পক্ষে। এর পাশাপাশি সৌদি গোলরক্ষক আলওয়াইসি হয়তো আজকে তার জীবনের অন্যতম সেরা ম্যাচটি খেললেন, কারণ তার কাছে বহুবার আটকে যান মেসি এবং বাকি আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলাররা।

আন্তর্জাতিক ফুটবল

UCL: দশ জনের বার্সেলোনাকে হারাল মোনাকো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যেখানে লামিন ইয়ামাল গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী গোলদাতা হলেন, সেখানেই খেলার ১০ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা।

প্রথম থেকেই ভালো ফুটবল খেলা শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক টারস্টেগানের ভুলের জন্য, মোনাকোর খেলোয়াড়কে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। সেই কারণের জন্য প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, পড়ে সেটিকে পরিবর্তন করে লাল কার্ড দেখান এরিককে। তার পর থেকে দশ জনে খেলতে হয় বার্সেলোনাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোনাকো। খেলার ১৬ মিনিটেই আকলিয়াচের বক্সের ভেতর বাঁ পায়ের শটে ১-০ গোলে এগিয়ে যান তারা। তারপর থেকে ডিফেন্সকে সজাগ রেখে আক্রমণে উঠে আসতে থাকে বার্সা। খেলার ২৮ মিনিটে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে কমবয়সী গোলদাতা হলেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ থেকেই মোনাকো ক্রমাগত বার্সা ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল মোনাকো। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই গোল বাঁচিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টারস্টেগান। ৭১ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল তুলে নেয় মোনাকো। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লেনিখেনার জোড়ালো শটে গোল পেয়ে ২-১ গোলে ম্যাচ জিতে যায় এএস মোনাকো।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL: ড্র করল ম্যানচেস্টার সিটি, জিতল পিএসজি ও ডর্টমুন্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতবছর এই ইন্টার মিলানকে হারিয়েছিল পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু বুধবার রাতে ইউসিএলের গ্রুপ পর্যায়ের ম্যাচে ঘরের মাঠে আটকে যায় ইন্টারের কাছে। ০-০ গোলে ড্র হয় ম্যাচ। গোল করতে ব্যার্থ হন আর্লিং হালান্ড। অপরদিকে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল পিএসজি এবং ডর্টমুন্ড।

প্রথমার্ধ থেকে বেশ অস্বস্তিতে মনে হচ্ছিল মাঝ মাঠের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনকে। দৌড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তিনি। মাঠের ভেতরেই তাঁর চিকিৎসা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আর বাড়তি চাপ নেননি পেপ। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনকে আর মাঠে নামাননি তিনি। তাঁর জায়গায় নামেন ইলখাই গুন্ডোয়ান। ম্যাচের পর পেপ গুয়ার্দিওলাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “ডি ব্রুইনের চোট কতটা গুরুতর সেটা এখনও তিনি জানেন না।” অপরদিকে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছেন হালান্ড এবং গুন্ডোয়ান। সেই জন্যই পুর ৩ পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হয়েছেন গুয়ার্দিওলার দল। তাদের পরবর্তী খেলা পরের সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে। ডি ব্রুইনের চোট ও অসংখ্য গোলের সুযোগ নষ্ট অবশ্যই চিন্তায় রাখবে কোচকে।

অপরদিকে জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগার ভুলে ম্যাচ জিতল পিএসজি। ম্যাচের ফলাফল ১-০। নুনো মেন্ডেজের বাড়ান ক্রস তালুবন্দি করতে গিয়ে সেই বল ফসকে গাজানিগার পায়ের তলা থেকে গোলের ভেতর ঢুকে যায়। অন্যদিকে ক্লাব ব্রুজেকে ৩-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। বাইনো জিটেনসের জোড়া গোল এবং গুইরাসির করা গোলের সৌজন্যে ম্যাচ থেকে পুরও ৩ পয়েন্ট তুলে নেয় নুরি সাহিনের দল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL: গোলের বন্যা বায়ার্নের, জয় পেল রিয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে ইউসিএল অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এমবাপে, এন্ড্রিক এবং রুডিগারের গোলে স্টুটগার্টকে হারাল রিয়াল। অপরদিকে প্রথম ম্যাচেই ডায়নামো জাগ্রেবকে ছারখার করে দিল বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে ডায়নামো জাগ্রেবকে একেবারে দুর্মুশ করে দিল বায়ার্ন মিউনিখ। ৯-২ গোলে বিরাট জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল বায়ার্ন। ম্যাচের প্রথম থেকেই ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে থাকে হ্যারি কেনরা। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন হ্যারি কেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন গুয়েরেইরো এবং ৩৮ মিনিটে গোল করেন অলিসে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল করে ম্যাচে ব্যবধান কমায় ডায়নামো জাগ্রেব। ৪৮ এবং ৫০ মিনিটে গোল করেন পেটকোভিচ ও ওগিওয়ারা। তার পর থেকে বায়ার্নকে আর ধরা সম্ভব হয়নি। আরও তিনটি গোল করেন হ্যারি কেন, এবং একাই এই ম্যাচে মোট চারটি গোল করেন তিনি। তার মধ্যে তিনটি গোল আসে পেনাল্টি থেকে। এছাড়াও একটি করে গোল করেন সানে এবং গোরেটজকাও। দুটি গোল করেন অলিসে। ইউসিএলের প্রথম ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে রেখেই শুরু করলো ভিনসেন্ট কোম্পানির দল।

চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে জয় পেল রিয়াল। রিয়াল জিতল ৩-১ গোলে। শুরুর থেকেই খেলায় আধিপত্য তুলনামূলক বেশিই থাকে রিয়ালের। আক্রমণ প্রতিআক্রমণেই চলতে থাকে খেলা, কিন্তু প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই সাজঘরে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধের একদম শুরুর দিকে ৪৬ মিনিটে ইউসিএলে রিয়ালের হয়ে প্রথম গোলটি করে ফেলেন কিলিয়ান এমবাপে। তারপর ৬৮ মিনিটে উন্ডাভের গোলে সমতায় ফেরে স্টুটগার্ট। জয়ের লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় রিয়াল। তার ফলস্বরূপ ৮৩ মিনিটে আন্তোনিও রুদিগারের গোলে আবারও ম্যাচে এগিয়ে যায় তারা। অবশেষে সংযোজিত সময়ে এন্ড্রিকের করা গোল থেকে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Continue Reading

Trending