Connect with us

অন্যান্য খেলা

কমনওয়েলথ গেমসের দোরগোড়ায় চরম লজ্জায় ভারত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সামনেই কমনওয়েলথ গেমস। আর তার আগে ফের এক ভারতীয় ক্রীড়াবিদের শরীরে মিলল নিষিদ্ধ ওষুধের নমুনা। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির পরিচালিত পরীক্ষায় জানা গেল ক্রীড়াবিদের মূত্রের নমুনায় রয়েছে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি।

৪০০ মিটার রিলে দৌড়ের দলের সদস্য ধনলক্ষ্মী এবং ট্রিপল জাম্পে ন্যাশনাল রেকর্ড এর অধিকারী ঐশ্বর্যবাবু মাত্র এক সপ্তাহ আগে অভিযুক্ত হয়েছিলেন এই একই অপরাধে। বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমস এর আগে ফের আরেক ভারতীয় জড়িয়ে পড়লেন একই কাণ্ডে। অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, “ঘটনাটা খুবই দুঃখজনক। একজন ক্রীড়াবিদের শরীরে ফের নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। আমরা যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেব ওঁর বিরুদ্ধে।”

৪০০ মিটার দৌড়ের ভারতীয় মহিলা রিলে স্কোয়াডে ৬ জনের মধ্যে মোট ২ জন নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় অভিযুক্ত হয়ে বাদ পড়েছেন। প্রতিযোগিতা শুরু হতে মাত্র বাকি চার দিন। আর তার আগে এই শূন্যস্থান কে পূরণ করবে সেই নিয়ে মাথায় হাত পড়েছে ভারতীয় দলের। ব্যাকআপ হিসেবে বারবার উঠে আসছে দুটো নাম। ১০০ মিটার হার্ডল রেসের জ্যোতি ইয়ারাজ্জি এবং লং জাম্পার অন্সি সজ্যান।

২০১১ সালের পর ভারতীয় ক্রীড়া জগতের এটিকেই সব থেকে খারাপ এবং লজ্জাজনক বছর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সম্প্রতি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের প্রবণতা বেড়েছে অনেক মাত্রায়। গত বছর টোকিও অলিম্পিকের পর প্রায় ৯ জন ক্রীড়াবিদের টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছিল। যাদের মধ্যে দুজন জাপানে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। ২০২১ সালের একটি সমীক্ষায় জানা গেছে ডোপিং এর ঘটনায় ভারত রয়েছে তৃতীয় স্থানে। ১৫২টি মোট অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। অন্যদিকে রাশিয়া (১৬৭) এবং ইতালি (১৫৭) রয়েছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে।

অন্যান্য খেলা

মহিলা সিঙ্গেলস থেকে ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ চিনা মাস্টার্স সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার যাত্রা শেষ হল দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর। দ্বিতীয় রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের যেও জিয়া মিনের কাছে হার স্বীকার করেন তিনি। এছাড়াও মহিলা সিঙ্গেলস থেকে বেরিয়ে গেছেন বাকি দুই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অনুপমা উপাধ্যায় এবং মালভিকা বানসদ।

শেষ ছয়বারের সাক্ষাতে ছয়বারই জয় নিজের নামে করেছিলেন সিন্ধু। তবে বৃহস্পতিবারের রেজাল্ট অন্য হল। এদিনের কঠিন ম্যাচে যেও জিয়া মিনের কাছে পরাজয় স্বীকারটি ছিল তাঁর বিরুদ্ধে সিন্ধুর প্রথম হার। প্রথম খেলায় ১৫-১৫ স্কোরলাইনে খেলা শেষ হয়। দ্বিতীয় খেলায় স্কোরলাইন থাকে ১৬-১৬। তবে নির্ধারক ম্যাচে সিন্ধু এগিয়ে থাকেন ১৩-৯ এ। যদিও কিছু ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে বেরিয়ে যান যেও জিয়া মিন।

এছাড়াও মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টন থেকে ছিটকে গিয়েছেন আরও দুই ভারতীয়। জাপানের নাতসুকি নিদারিয়ার বিরুদ্ধে ২১-৭ এবং ২১-১৪ ব্যবধানে হার স্বীকার করেন অনুপমা উপাধ্যায়। অপরদিকে ২১-৯, ২১-৯ এর ব্যবধানে থাইল্যান্ডের সুপানিদা কটেথিংয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেন মালভিকা বানসদ।

Continue Reading

অন্যান্য খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার অলিম্পিক আয়োজন নিয়েও চলছে ভারত-পাক দ্বন্দ্ব। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিতর্ক রয়েছেই। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেননা তারা। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিসিআই। এছাড়াও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের পদক্ষেপও নিতে পারে বলে শোনা যাচ্ছে। এবারে এই বিতর্কের রেশ পড়ছে ক্রিকেটের বাইরেও। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করতে চলেছে ভারত। এবারে পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেই প্রচেষ্টার বিরোধীরা করতে পারে পাকিস্তানও।

অপরদিকে কোনও ক্রীড়াপ্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চায় না পাকিস্তান। এদিকে আসন্ন ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ভারত। ইতিমধ্যে সেই আয়োজনের কাজও শুরু হয়ে গিয়েছে ভারতের মাটিতে। তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি যে, ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করা নিয়ে বিরোধিতা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদনও করতে পারে পাকিস্তান। যার ফলে অলিম্পিক আয়োজনের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে। এছাড়াও অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, এবং সৌদি আরবও।

Continue Reading

অন্যান্য খেলা

হকিকে বিদায় জানালেন রানি রামপাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল। মাত্র ১৪ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক ঘটে রানির। তারপর দেশের হয়ে ২৫০টি হকি ম্যাচ খেলে, ১০০টি গোল করেছেন তিনি। এছাড়াও অলিম্পিকের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারতের মহিলা হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন রানি। মাত্র ১৫ বছর বয়সেই রানি অংশগ্রহণ করেছিলেন ২০১০ হকি বিশ্বকাপে এবং সেখানে সাতটি গোলও করেছিলেন তিনি। যার ফলে নবম স্থান অর্জন করেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৭৮ সালের পর, সেইবারে বিশ্বকাপের মঞ্চে সব থেকে ভাল প্রদর্শন ছিল ভারতের।

১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে, তিনি হয়ে উঠেছিলেন হকির জগতের কিংবদন্তি খেলোয়াড়। তবে ২৯ বছর বয়সেই, অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রানি। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছেন, “আমি কখনও ভাবিনি যে, ভারতের হয়ে আমি এতদিন ধরে খেলতে পারব। তবে এটা একটা অসাধারণ সফর ছিল। আমার লক্ষ্য ছিল সবসময় যে আমি ভারতের হয়ে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরিনি কখনও”।

বহু প্রতিযোগিতায় রানির হাত ধরে অসামান্য সাফল্য পেয়েছে ভারত। তার মধ্যে ২০১৭ এবং ২০১৮ সালের মহিলাদের এশিয়া কাপে রুপো জয়ের সাফল্য অন্যতম। এছাড়াও ২০২০ টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারত, যা মহিলাদের হকিতে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ভাল সাফল্য। এছাড়া ২০১৬ সালে রানি অর্জুন সম্মানে সম্মানিত হন। তারপর ২০২০ সালে তিনি পান ‘খেলরত্ন’ পুরস্কার। এর সঙ্গে সেই বছরই পদ্মশ্রী সম্মান পান তিনি। অবশেষে ১৬ বছরের হকি কেরিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রানি রামপাল।

Continue Reading

Trending