ক্রিকেট
RANJI TROPHY 2024: মধ্যপ্রদেশের বিরুদ্ধেই প্রত্যাবর্তন মহম্মদ শামির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতবছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর, ভারতের জার্সিতে বল করতে দেখা যায়নি মহম্মদ শামিকে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও চোটের কারণে ছিটকে গিয়েছেন বর্ডার-গাভাস্কার ট্রফি থেকেও। তবে অবশেষে প্রায় একবছর বাদে বাংলার জার্সি গায়ে চাপিয়ে মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি।
খবর ছিল যে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মাঠে প্রত্যাবর্তন ঘটবে মহম্মদ শামির। তবে বেশি অপেক্ষা করতে হবেনা ক্রিকেটপ্রেমীদের। সিএবি থেকে জানান হয়েছে যে, “বুধবার রঞ্জির এলিট সি গ্রুপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ শামির”। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার রাতেই ইন্দোর পৌঁছে যাবেন তিনি।
অপরদিকে শামির দলে ফেরাতে সুবিধে পাবে বাংলা দলও। ইতিমধ্যেই চোটের কবলে বাংলার দুই পেসার ঈশান পোড়েল এবং কর্ণাটক ম্যাচে অভিষেক হওয়া ঋষভ বিবেক। ফলে তাদেরকে পরবর্তী ম্যাচে পাওয়া যাবে কিনা সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে। সেখানে দলে শামির প্রত্যাবর্তনে সুবিধে হবে বাংলা দলের তা বলাই যায়।
আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: আইসিসির ভিডিওকে ঘিরে জল্পনা ক্রিকেটমহলে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাক ভূমিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরে শোনাও গিয়েছিল যে পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত। সে বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছিল বিসিসিআই। তবে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচনের একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছে গোটা ক্রিকেট মহলে। যেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানের নাম। এবারে জল্পনা চলছে যে তাহলে কি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি?
ভারত যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা, সেই বিষয়ে সরকারের পরামর্শ নিতে পারে পিসিবি এমনটাই শোনা গিয়েছিল। এমনকি গোটা বিষয়টি নিয়ে সরকারের কাছে দারস্তও হয় পিসিবি। তবে সেখানের সিদ্ধান্তে পরিষ্কার জানানো হয় যে, কোনওমতেই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ সরানো হবেনা। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব এবং অধিকার আমাদের হাতে রয়েছে। তাই আগামী দিনেও আমরা একই কথা বলব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোনওমতেই পাকিস্তানের বাইরে সরানো যাবেনা”।
এসবের মাঝেই বুধবার আইসিসি একটি ভিডিওর মাধ্যমে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো প্রকাশ করেছে। এবারে সেই লোগোতে নাম রয়েছে আয়োজক দেশ পাকিস্তানের। লোগো প্রকাশের ভিডিওতে ঐতিহ্যবাহী পাকিস্তানের ট্রাক আর্ট এবং লাহোরের শাহি কিলাও দেখা গেছে। যার ফলে জল্পনা উঠছে যে তাহলে কি পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এর থেকেও বড় প্রশ্ন হল যে ভারত কি যাবে পড়শী দেশে প্রতিযোগিতা খেলতে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। অপরদিকে পুরুষদের পাশাপাশি এই প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও। এছাড়াও অনেক বছর বাদে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ফলে কোনওভাবেই সেই দায়িত্ব হাতছাড়া করতে চায়না পিসিবি। তবে পাকিস্তানের এই অনড় মনোভাবের ফলে চাপে পরে গিয়েছে আইসিসি। অন্যদিকে পিসিবি যুক্তি দিয়েছে, পাকিস্তানে এসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশ সিরিজ খেলে গেছে। তাই নিরাপত্তা নিয়ে কোনরূপ সমস্যা হবেনা পাকিস্তানে।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: দুরন্ত ব্যাটিং করার ফল পেলেন তিলক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে আবারও জয় পেল ভারত। ফলে ২-১ এ সিরিজে এগিয়ে মেন ইন ব্লুজরা। এদিন ম্যাচে বাকি ব্যাটাররা রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করলেন তিলক বর্মা। তার ব্যাটিংয়ের দাপটের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। যার ফলে টি-টোয়েন্টিতে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখা যাবে তিলক বর্মাকে, একথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিয়মিত চার নম্বরে ব্যাট করতে নামতেন তিলক। ভারতীয় দলে আসার পরেও সেই চার নম্বরই ছিল তাঁর জায়গা। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর করা দুরন্ত ৫৬ বলে ১০৭ রানের ইনিংসের জেরে, ব্যাটিং অর্ডারে এবারে তিন নম্বর স্থানে নিজের জায়গা পাঁকা করে ফেললেন তিলক। এই জায়গায় ব্যাট করতে নামতেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিলকের দুরন্ত ব্যাটিংয়ের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে দ্বিধাবোধ করলেননা সূর্যকুমার।
বুধবার শতরানের পর ম্যাচের সেরা হয়েছেন তিলক। তাঁকে প্রশংসা করে অধিনায়ক সুর্যকুমার বলেন, “ওর খেলায় আমি খুব খুশি। গত ম্যাচের পর তিলক আমায় বলেছিল যে ওকে তিন নম্বরে নামানো যাবে কিনা। এই ম্যাচে ওকে তিন নম্বরে পাঠানোর পর আমি জানতাম যে নিজের কাজটা খুব ভালোভাবেই করবেন তিলক। এবারে দুরন্ত ব্যাটিং প্রদর্শনের ফলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেললো ও নিজেই। এবার থেকে এই জায়গায় নিয়মিত খেলবে তিলক”। তবে অধিনায়ককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিলক। তিনি বলেন, “অধিনায়ক আমায় ম্যাচ শুরুর আগে তিন নম্বরে নামার কথা জানিয়েছিলেন। এতে সমস্ত কৃতজ্ঞ প্রাপ্য অধিনায়কেরিই। তবে আমি চেষ্টা করব যত সম্ভব ছোটখাটো ভুলগুলোকে শুধরে ভাল খেলার”।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: তিলক ঝরে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে, খেলা চলে শেষ ওভার পর্যন্ত। অবশেষে তিলক বর্মার শতরান এবং অভিষেক শর্মার অর্ধশত রানের ইনিংসের দাপটে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম শতরানের ইনিংস খেললেন তিলক। টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের ইনিংস খেলেন মার্কো জানসেনও।
গত ম্যাচে হারের পর বুধবার, জয় দিয়ে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল সার্যকুমার যাদবদের। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মার্করাম। তবে প্রথম বোলিংয়ের সুবিধে প্রোটিয়া বোলারদের নিতে দেননি ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম থেকেই ব্যাট হাতে বিধ্বংসী খেলা খেলেন তিলক বর্মা এবং অভিষেক শর্মা। এরই পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন তিলক বর্মা। অপরদিকে মাত্র ২৫ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। বাকি ব্যাটাররা রান না পেলেও, এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানদের উপর নির্ভর করেই ২০ ওভার শেষে ২১৯ রানের লক্ষ্যে পৌঁছয় ভারত।
ভারতীয় টপ অর্ডারের মত বিধ্বংসী ব্যাটিং করতে পারেননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। এছাড়াও মাঠে প্রচণ্ড পিঁপড়ের দাপটের কারণে প্রায় আধঘন্টা বন্ধ থেকে ম্যাচ। ম্যাচ শুরুর পর থেকেই একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে দক্ষিণ আফ্রিকার। এদিন ম্যাচে ক্লাসেন এবং মার্কো জানসেন ছাড়া আর কেউই সেরকমভাবে দাগ কাটতে পারেননি। প্রোটিয়া ব্যাটিংকে ভালোভাবে সমস্যায় ফেলেছে ভারতীয় বোলাররা। এছাড়া দুরন্ত ব্যাটিংয়ের জেরে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান হাঁকালেন জানসেন। তবে শেষরক্ষা করতে পারেননি তিনি। অবশেষে ১১ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ এ এগিয়ে জয় মেন ইন ব্লুজরা।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি