Connect with us

আইএসএল

প্রথম ম্যাচে জয় চাইছেন চেরনিশভ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামীকাল আইএসএলে প্রথমবারের জন্য মাঠে নামতে চলেছে বাংলার আরেক প্রধান, মহামেডান স্পোর্টিং। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আইএসএলের প্রথম ম্যাচে নামার আগে রবিবার সাংবাদিক সম্মেলন সারলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ ও দলের অধিনায়ক সামাদ আলি মল্লিক। প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। তবে নিজেদের ঘরের মাঠে নর্থইস্টকেই এগিয়ে রাখছেন চেরনিশভ। তিনি বলছেন “নর্থইস্ট সদ্য ডুরান্ড কাপে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং ট্রফি নিজেদের নামে করেছে। তারা বেশ ভালো ছন্দে রয়েছে।” তবে তিনি নিজেদের দল নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল। বলছেন “আমরাও আই লিগ জিতে আইএসএল খেলতে নামছি। তাই আমরাও চাইবো ঘরের মাঠে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে।”

এছাড়াও প্রাক মরশুম প্রস্তুতি কম পেয়েছে দল। তাছাড়াও দলে চোট সমস্যা রয়েছে। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাদিরির চোটও কোচের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে কোচ জানেন ঘরের মাঠে তিনি খেলতে নামছেন, সেখানে তিনি দর্শকদের উপস্থিতি এবং পূর্ণ সমর্থন পাবেন। তাই সব কিছু ভুলে তার লক্ষ্য এখন প্রথম ম্যাচে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করা।

আইএসএল

ISL 2024/25: পরপর জয় তুলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এফসি গোয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত ম্যাচে ইনফর্ম বেঙ্গালুরু এফসিকে ৩-০ গোলে উড়িয়েছে এফসি গোয়া দল। বুধবার নিজেদের ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখল মানালো মার্কুয়েজের ছেলেরা। শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল করেন আর্মান্দো সাদিকু এবং  ইকার গোয়ারেট্যাকসেনা। পাঞ্জাবের হয়ে একটিমাত্র গোল করেন আসমির সুলজিচ।

ম্যাচের শুরুর থেকেই দুই দল তাদের চেনা ছন্দে ফুটবল খেলতে শুরু করে দেয়। তবে ঘরের মাঠে খেলা এফসি গোয়াকে বারংবার চাপের মুখে ফেলে দিচ্ছিল পাঞ্জাব এফসি। ম্যাচের একদম শুরুতেই ফুলগা ভিদালের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর ম্যাচের ১৩ মিনিটে নিহাল সুদীশের বাড়ান বল থেকে আসমির সুলজিচের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। তবে তারপর ম্যাচের ২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে গোয়া দল। প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন তাঁরা। তবে প্রথমার্ধে ১-১ গোলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমনের উপরেই জোর দিতে থাকে মানালো মার্কুয়েজের ছেলেরা। যারফলে  দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণেই ইকার গোয়ারেট্যাকসেনার গোলে এগিয়ে যায় গোয়া। তারপর দুই দলই বেশ কয়েকবার উঠে আসতে থাকে আক্রমণে তবে গোলসংখ্যা আর বাড়েনি। ফলে ২-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল এফসি গোয়া। এরই সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে মানালো মার্কুয়েজের দল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৮ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টারর্স এফসির বিরুদ্ধে।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: পঞ্চম বিদেশি পাকা করে ফেলল হায়দ্রাবাদ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি হায়দ্রাবাদ এফসির। ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে নিজামসরা। আগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছে থাঙ্গবই সিংটোদের। তাছাড়া মরশুমের শুরুর দিকে মালিকানা বদল হয়েছে তাদের। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ। এবারে পঞ্চম বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন এডমিলসন করেইয়া।

অনেকদিনধরেই জল্পনা ছিল যে এডমিলসন করেইয়া হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন। এবারে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ২৪ বছর বয়সী গিনি-বিসাউয়ের উইঙ্গার এডমিলসন করেইয়া যোগ দিয়েছেন হায়দ্রাবাদ দলে। মূলত উইঙ্গার হিসেবেই খেলতে পছন্দ করেন তিনি। নিজের পেশাদার ফুটবল কেরিয়ার তিনি শুরু করেন ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সেন্ট এতিনের হয়ে। যদিও এই ক্লাবে চার বছর কাটালেও মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন করেইয়া। তবে তিনি মূলত খেলেছেন সেন্ট এতিনের বি দলে। সেখানে যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১টি গোল। তারপর সেখান থেকে ২০২৩-২৪ মরশুমে তিনি চলে যান কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল বিদ্দায়। সেখানে গিয়ে মোট ১১টি ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবারে সেখান থেকে ফ্রী ফুটবলার হিসেবেই ভারতের ক্লাব হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন এই তরুণ উইঙ্গার।

হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত সেই ম্যাচেই নিজামসদের হয়ে আইএসএলে প্রথম অভিষেক হতে চলেছে এডমিলসন করেইয়ার।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: দলের আক্রমণাত্মক ফুটবল এবং রক্ষণে গোল হজম না করায় যথেষ্ট খুশি কোচ হোসে মোলিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর, ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান মহামেডান এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে পরপর জয় তুলে নিয়েছিল হোসে মোলিনার ছেলেরা। বুধবার হায়দ্রাবাদকে হারিয়ে তিন ম্যাচে তিনটি জয় তুলে এনেছে তাঁরা। যদিও ম্যাচের আগে মোলিনা বলেছিলেন যে হায়দ্রাবাদকে হারতে যথেষ্ট পরিশ্রম করতে হবে তাঁদের। তবে মাঠে বাগান ফুটবলাররা হেলায় হারাল নিজামসদের। দেখে মনেই হলোনা যে কিছুদিন আগেই মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে এসেছে থাংবই সিংটোর ছেলেরা।

বুধবার আইএসএলে শততম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ম্যাচের ৩৭ মিনিটে মনবীর সিং এবং ৫৫ মিনিটে শুভাশিস বোসের গোলে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। ফলে শেষ তিন ম্যাচে সাতটি গোল করেছেন ফুটবলাররা এবং একটিও গোল হজম করতে হয়নি তাদের। এই টানা জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রেগ, সাহাল, কামিন্সরা। দলের এই খেলায় খুবই খুশি কোচ হোসে মোলিনা। ম্যাচের পর তিনি বলেন, “টানা জয় এবং গোল হজম না করায় খুব খুশি আমি। ম্যাচটা সহজ ছিলনা। হায়দ্রাবাদের আক্রমণে তীব্রতা ছিল। ফলে তাঁরা আমাদের প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করছিল। তবে আমাদের ডিফেন্ডাররা ভালভাবে নিজেদের গুছিয়ে রাখতে পেরেছে। যার ফলে কোনও গোল হজম করতে হয়নি আমাদের”।

দুই গোলে জিতলেও অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে বাগান ফুটবলাররা, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত। সেই বিষয়ে মোলিনা বলেন, “ওদের চেয়ে আমরাই পায়ে বল বেশি রাখতে পেরেছি এবং বেশি গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা অনেক সুযোগ পেয়েছি। প্রথমে মনবীরের গোলের পর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। তবে সব মিলিয়ে দলের এই প্রদর্শনে আমি খুশি”। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। যার ফলে ডার্বি ম্যাচের পর দীর্ঘ দশ দিনের বিরতি পেয়েছে বাগান ফুটবলাররা। এই ম্যাচের পর আবার নভেম্বরের ১০ তারিখ মাঠে নামবে মোহনবাগান। সেখানেও একটা লম্বা অবকাশ। যদিও এতটা অবকাশ চিন্তায় রাখছে মোলিনাকে। তিনি বলছেন, “এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ ছিল আমাদের কাছে। সেখানে খেলতে পারলে খুব ভাল হত। সেই কারণেই আমাদের আইএসএল ম্যাচগুলোর মাঝে অনেকটা বিরতি থেকে যাচ্ছে। যার ফলে ফুটবলাররা অনেক বিশ্রাম পাচ্ছে এবং আমরাও আমাদের শারীরিক ও কৌশলগত সমস্যাগুলোর সমাধান করার জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছি। কিন্তু এটা আমাদের হাতে নেই, তাই যেরকমভাবে চলবে আমাদেরও সেরকমভাবেই চলতে হবে”।

তবে এর মাঝে দীপাবলির ছুটি কাটানোর সময় পেয়ে যাচ্ছেন বাগান ফুটবলাররা। সেই বিষয়ে মোলিনা বলেন, “একদিকে ভাল যে ফুটবলাররা নিজেদের পরিবার নিয়ে ছুটি কাটানোর সময়টা পেয়ে যাচ্ছে। তবে এই ছুটি কাটিয়েই কঠোর পরিশ্রমে নেমে পড়তে হবে আমাদের। পরের ম্যাচ আমাদের ওড়িশা এফসির বিরুদ্ধে। সেটা যথেষ্ট কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে ভাল ফল করতে হলে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে আমাদের”।

Continue Reading

Trending