Connect with us

ক্রিকেট

সাত রানের গুরুত্ব বোঝালেন সিরাজ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সময় চূড়ান্ত বিপাকে পড়ে গিয়েছিল ভারত। একটা সময় মনে হচ্ছিল রোহিত শর্মা ব্রিগেড ১১০ রানও টপকাতে পারবে না। তবে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। রানটা খুব কম হলেও ম্যাচের শেষে বোঝা যায় এই শেষ কয়েকটি রান কতটা মূল্যবান ছিল ভারতীয় দলের কাছে। আর এই রানের ক্ষেত্রে যার অনেকটা অবদান ছিল, তাঁর নাম মহম্মদ সিরাজ। একেবারে শেষে ব্যাট করতে নেমে সাত বলে ৭ রান করেন তিনি। আর শেষ পর্যন্ত ভারত ৬ রানে জয় লাভ করে। রবিবার ব্যাট করতে নেমে কী চলছিল সিরাজের মনে? সে কথাই অকপটে জানালেন ভারতীয় দলের এই জোরে বোলার।

নিজের ৭ বলের ইনিংসে, তিনটি বলে দু রান করে নেন তিনি এবং একটি বলে এক রান নেন। এই ব্যপারে কথা বলতে গিয়ে তিনি বলছেন,” আমি অনুশীলনে নেটে দীর্ঘক্ষন ব্যাট করে থাকি। আইপিএলের সময়ও এটা করতাম। কারন আমি জানি টি-টোয়েন্টি ম্যাচে সব সময় শেষ দিকের কয়েকটা রানই ম্যাচ জেতা বা হারার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। দলের প্রয়োজনে যাতে আমি কিছু রান অন্তত যোগ করতে পারি, সেই জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখি। পাকিস্তানের বিরুদ্ধেও সেটাই করতে চেয়েছিলাম। আর ম্যাচের শেষে তাই বোঝা গেল, আমার ওই সাতটা রান কতটা গুরুত্বপূর্ণ ছিল।”

ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশ সিরিজের আগে নতুন চমক রোহিত শর্মার…

Published

on


রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা সফরের পর ফের ভারতকে নেতৃত্ব দিতে মাঠে নামছেন রোহিত শর্মা। দুই ম্যাচের টেস্ট সিরিজে এবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। আর সেই অনুশীলনেই অধিনায়কের পক্ষ থেকে এল বড় চমক।

নেট প্র্যাকটিসের সময় রোহিত শর্মাকে একটি বিশেষ ধরনের শট খেলতে দেখা গেল এদিন, যা খুব বেশি খেলতে দেখা যায় না ভারত অধিনায়ককে। তাহলে কি বাংলাদেশের স্পিনের জবাবেই নিজেকে আরও মজবুত করতে চাইছেন রোহিত শর্মা? নেটে তাঁর রিভার্স স্যুইপ অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত এবং চতুর্থ স্থান দখল করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে একদমই হালকাভাবে নিতে চাইছেন না রোহিত। এটা তাঁর অনুশীলন থেকেই স্পষ্ট। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র টেস্ট সিরিজ জয়ই নয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে মেহেদি হাসানরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস যে যথেষ্ট মজবুত সেই বিষয়ে কোন সন্দেহ নেই। আগামী ১৯ তারিখ চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল। তার আগে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখতে চাইছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২৭ তারিখ কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবেন রোহিত শর্মারা।

Continue Reading

ক্রিকেট

ঈশানের নিশানায় বিসিসিআই? পোস্ট ঘিরে জল্পনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চোটের কারণে দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু লাল বলের ক্রিকেট আবার দেখল এক দুরন্ত কামব্যাক। দলীপের সেকেন্ড রাউন্ডে ভারতের সি স্কোয়াডে জায়গা হয়েছিল ঈশানের। আর মাঠে নেমেই এবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ একটি বার্তা। তবে কাকে লক্ষ্য করেছিল তাঁর এই বার্তা? অনেকেই মনে করছেন ঈশানের বার্তা আসলে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির উদ্দেশ্যে।

বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। কিন্তু সেই দলে জায়গা পাননি ঈশান কিশান। তবে দলীপ ট্রফিতে ১২৬ বলে ১১১ রান করে অজিত আগারকার পরিচালিত নির্বাচক কমিটির উদ্দেশ্যেই একটি বার্তা দিলেন ঈশান। এদিনের ম্যাচের বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “অসমাপ্ত কাজ”। আর তারপরেই এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ক্রিকেট দুনিয়ায় একাংশ মনে করছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকেই নিশানা করে এমনটা লিখেছেন ঈশান।

প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। এখন দেখার পরবর্তীতে ভারতীয় দলে আবার ডাক পান কি না ঈশান।

Continue Reading

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টারকে বেছে নিলেন অজি ক্রিকেটাররা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের আগামী প্রজন্মের স্টার ক্রিকেটার কে হতে চলেছেন এই নিয়ে মতভেদ রয়েছে ক্রিকেটমহলে। আর এবার অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা বেছে নিলেন তাঁদের পছন্দ। তাও আবার একজন নয়, চার চার জন। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং যশ হ্যাজেলউড। আর চারজনেই যে ভারতীয় তরুণ ক্রিকেটারকে আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন, তিনি যশস্বী জয়সওয়াল।

গত বছর জুলাই মাসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে দুরন্ত অভিষেক ঘটিয়ে ছিলেন জয়সওয়াল। প্রথম টেস্ট ম্যাচেই তার ব্যাট থেকে এসেছিল ১৭১ রান। এই দুরন্ত ফর্ম ধরে রেখেছিলেন ২২ বছরের তরুণ এই ক্রিকেটারটি ইংল্যান্ডের বিরুদ্ধেও। এই বছরের শুরুতে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মোট ৭১২ রান করে, একটি টেস্ট সিরিজে সাতশ’র অধিক রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। তবে শুধু টেস্ট ক্রিকেট নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স চমকপ্রদ। ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৭২৩ রান, যা নিঃসন্দেহে বুঝিয়ে দেয় ক্রিকেটের সমস্ত ফরম্যাটেই তিনি স্বচ্ছন্দ। আর ঠিক এই কথাই সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা।

ভারতের পরবর্তী প্রজন্মের স্টার ক্রিকেটার বেছে নিতে বলা হলে, “জয়সওয়াল আগামী প্রজন্মের ভবিষ্যৎ হতে পারে” বলেন স্মিথ। তাঁর সুরে সুর মিলিয়ে স্টার্ক জানান, “পরবর্তী সুপারস্টার হিসেবে জয়সওয়ালকেই দেখছি।” অন্যদিকে হ্যাজেলউড বলেন, “ক্রিকেটের যে কোন ফরম্যাটে জয়সওয়াল বেশ স্বচ্ছন্দ তা দেখলে বোঝা যায়। তাই এই লড়াইয়ে তাঁকেই এগিয়ে রাখব।”

প্রসঙ্গত বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলার পর সেপ্টেম্বর মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামবে ভারত। যদিও গোটা ক্রিকেট মহল এখন অপেক্ষা করে রয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য, যা শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর পার্থে। ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত টুর্নামেন্টের নাম।

Continue Reading

Trending