Connect with us

Uncategorized

ব্রাজিলের ঐতিহ্যশালী মারাকানায় এবারে বসতে চলেছে মেসির ‘পায়ের ছাপ’?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফুটবল মাঠে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে চিরকালীন একে অপরের প্রতিদ্বন্দ্বি সে কথা সকলেরই জানা। এই দুই পাশাপাশি থাকা দেশের মধ্যে এমনিতে সুসম্পর্ক বজায় থাকলেও, ফুটবল নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দিতা বহু যুগের। তবে যে ফুটবলার এক কথায় সবার থেকে আলাদা আলাদা করে সম্মান দিতেই হবে। ব্রাজিলের ক্ষেত্রে সেই ফুটবলার যেমন পেলে, তেমনই আর্জেন্টিনার ক্ষেত্রে সেই ফুটবলারটি হলেন মারাদোনা।

তবে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনীয় লিওনেল মেসিকে নিয়েও কিন্তু ব্রাজিল সমর্থকরা কোনও খারাপ কথা কখনো বলেননি। এমনকি ব্রাজিলের তারকা ফুটবলাররা সব সময় বলে এসেছেন লিওনেল মেসি হলেন একজন জিনিয়াস। নিজের শেষ বিশ্বকাপে খেলতে নেমে সেটি জিতে নিজের স্বপ্নপূরণ করেছেন মেসি। আর তার এই অনবদ্য পারফর্মেন্সকে চিরস্মরণীয় করে রাখতে চায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল।

ব্রাজিলের ঐতিহ্যশালী স্টেডিয়ামের নাম হল মারাকানা। আর সেখানেরই হল অফ ফেমে তার পদচিহ্ন রাখার জন্য তাকে আমন্ত্রণ জানাল সেখানকার কর্তৃপক্ষ। যদিও এই প্রথম নয় এর আগেও তাকে আমন্ত্রণ জানিয়েছিল মারাকানা কর্তৃপক্ষ। গত বছর তারা কোপা আমেরিকা জেতার পরই। প্রসঙ্গত বলে রাখা ভালো এই ঐতিহ্যশালী স্টেডিয়ামে পদচিহ্ন রয়েছে কিংবদন্তি পেলে, রোনাল্ডো, চিলির ইলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডি পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ, ফ্রান্জ বেকেনবাওয়ারের।

যদিও মেসি এই আমন্ত্রণ আদৌ গ্রহণ করবেন কি না সে ব্যাপারে কোনরকম নিশ্চয়তা পাওয়া যায়নি। তার ম্যানেজারের তরফ থেকেও এ ব্যাপারে কোন উত্তর পাওয়া যায়নি। তবে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার, দানি আলভেস, থিয়েগো সিলভারা প্রচন্ড খুশি তাদের দেশ বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে এই সম্মান দেওয়ায়।

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending