Uncategorized
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ট্যুইট ভারতের ফুটবল কোচের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের জাতীয় ফুটবল টিমের কোচ ইগর স্টিমাচ আসন্ন এশিয়ান গেমসে ভারতের অংশ নেওয়ার ব্যাপারে সরাসরি দারস্থ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের অনূর্ধ্ব ২৩ দলকেও যেন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে দেওয়া হয় সেই বিষয়ে মুখ খুললেন কোচ স্টিমাচ। টুইট করে তিনি লেখেন, “সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমার জানা নেই আসন্ন এশিয়া গেমস সম্পর্কে আপনাকে কেউ অবগত করেছে কি না। তবে এই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ফুটবল, যেখানে ভারতীয় দল বঞ্চিত হচ্ছে অংশগ্রহণ করা থেকে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই অনূর্ধ্ব ১৭ দল যারা অনূর্ধ্ব ২৩ বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে দুরন্ত পারফর্মেন্স উপহার দিয়েছে, তারা ভারতীয় পতাকার প্রতিনিধিত্ব করা থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারা ওদের প্রাপ্য সম্মান। অংশ না নিতে পারার যে কারণগুলি দেখানো হয়েছে আমার মনে হয় সেগুলি যথোপযুক্ত নয়, এবং তাই ভারতীয় দলের কোচ হিসেবে আমি আপনার এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করতে চাই উল্লিখিত বিষয়। আশা করব আপনার হস্তক্ষেপে ভারতীয় দল অবশ্যই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।”
মহাদেশের সেরা আটের মধ্যে থাকতে না পারার কারণে ভারত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের অন্তর্গত দেশগুলির তালিকায় ১৮ নম্বরে রয়েছে ভারত। এই একই কারণে ২০১৮ তেও এশিয়ান গেমসে অংশ নিতে পারেনি ভারত।
Uncategorized
অতীত ভুলে ভবিষ্যতেই নজর মোলিনার
রে স্পোর্টজের প্রতিবেদন: ঢাকে কাঠি পড়ে গেল ইন্ডিয়ান সুপার লিগের। বুধবার কলকাতার এক পাঁচ তারা হোটেলে আয়োজিত হয়ে গেল আইএসএলের মিডিয়া ডে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান হেড কোচ হোসে মোলিনা। সদ্য ডুরান্ড কাপ ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া করেছে তাঁর দল। সেই ব্যার্থতা ভুলে এবার সামনের দিকে তাকাতে চাইছে বাগান ব্রিগেড। মোলিনা বললেন “আমি অতীত নিয়ে ভাবতে চাই না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়ে ভাবতে চাই এবং ভবিষ্যৎটা সুন্দর করে তৈরি করতে চাই।” তিনি আরও বলেন “আমরা প্রায় এক মাস অনুশীলন করছি। একটা সিস্টেমের মধ্যে গোটা দলটাকে আনতে চাইছি আমি। আইএসএল শুরুর আগে প্রায় দশ দিন সময় আছে আমাদের হাতে। সেই সময় নিজেদের গুছিয়ে নিতে চাই।”
আসন্ন আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। গতবার আইএসএল ফাইনালে এই মুম্বইয়ের কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। আইএসএল অভিযান শুরু হওয়ার আগে এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চাইছেন না মোলিনা। তিনি বললেন “আমরা প্রতিটা ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। তাই এখন শুধু মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়েই ভাবছি আমরা।” জাতীয় দলের খেলার জন্য আগামী কয়েকদিন বেশ কিছু ফুটবলারকে অনুশীলনে পাবেন না মোলিনা। যদিও এই ব্যাপারে কোন অজুহাত দিতে রাজি নন তিনি।
অন্যদিকে, দিমিত্রি পেত্রাতস বললেন “নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য মুখিয়ে রয়েছি। গত বছরের তুলনায় এবছর আমাদের দল অনেক বেশি শক্তিশালী। তবে নিজেদের পারফরম্যান্সে সেটা প্রমাণ করতে হবে।” কোচ হোসে মোলিনার তত্ত্বাবধানে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন জেসন কামিন্স। তিনিও নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন।
Uncategorized
ফলাফল বদলাতে চান কুয়াদ্রাত
রে স্পোটজ নিউজ ডেস্ক: রাত পোহালেই মহারণ। দীর্ঘ ৯ বছর পরে ফের একবার এএফসির কোনও প্রতিযোগিতায় নামতে চলেছে ইস্টবেঙ্গল। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে নামার আগে একেবারেই প্রতিশোধের কথা ভাবছেন না ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। ২০১৮ সালে তিনি যখন বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন, তখন এই আল্টিন আসিরের বিরুদ্ধেই এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে হেরেছিল বেঙ্গালুরু।
এই ম্যাচটা কি তাহলে প্রতিশোধের? উত্তরে হাসি মুখে লাল-হলুদ হেড কোচ বললেন,”আমি একেবারেই প্রতিশোধের কথা ভাবছি না। এখানে আসার আগেই আমার ওদের কোচের সঙ্গে দেখা হল। ওরা প্রায় প্রতিটা এএফসি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শেষবার ওদের বিরুদ্ধে আমার দল বড় ব্যবধানে হেরেছিল। তবে এবারে আমি সেই ফলাফল বদলাতে চাই।”
তাঁর দলে বেশ কয়েকজন বিদেশি ফুটবলার থাকলেও, প্রতিপক্ষের স্কোয়াডে একজন বিদেশি ফুটবলারও নেই। এতে তাঁর দলের বাড়তি কোনও সুবিধা হবে কিনা, প্রশ্নের উত্তরে কুয়াদ্রাত বলেন, “বিদেশি ফুটবলার দলে থাকলে তা সব সময় দলকে সাহায্য করে। বর্তমান সময়ে সব দলই, একটা সেরা স্কোয়াড তৈরির চেষ্টা করে। আমরাও একটা ভালো স্কোয়াড তৈরির চেষ্টা করছি।”
দুটি প্রতিযোগিতা একসাথে খেলার কারণে, এএফসি কাপ এবং ডুরান্ড ডার্বি মাত্র কয়েকদিনের ব্যবধানে খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। যদিও কার্লেস এই ব্যাপারে চিন্তিত নন। তিনি বলেন, “এএফসি কাপ এবং ডার্বি পরপর হওয়ায় আমরা একেবারেই চিন্তিত নই। আমাদের এইরকম ম্যাচ খেলার জন্যই প্রস্তুতি নিতে হয়। আমার দলের ফুটবলাররা প্রত্যেকেই তৈরি। তবে বর্তমানে আমাদের একমাত্র লক্ষ্য এএফসি কাপের ম্যাচে ভালো ফলাফল করা। তারপরে আমরা ডার্বি নিয়ে ভাবব।”
ইস্টবেঙ্গলে মরশুমের শুরু থেকেই চোট আঘাত লেগেই রয়েছে। যদিও বুধবারের ম্যাচের জন্য তাঁর স্কোয়াড যে পুরোপুরি তৈরি তা জানিয়ে দিলেন কুয়াদ্রাত। “জিকসন সহ সব ফুটবলাররাই স্কোয়াডে থাকবে। নিশু কুমার ছাড়া সকলেই এই ম্যাচের জন্য প্রস্তুত। তবে আমাদের দলের সব ফুটবলাররা ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়। সেই ফুটবলারদের প্রয়োজন মতো আমি ব্যবহার করব।”
পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নিজের দলকে আন্ডারডগ বলে গেলেন লাল-হলুদ হেড কোচ। “আল্টিন এই দলটা দীর্ঘ কয়েক বছর ধরে রেখেছে। শুধু তাই নয় ওরা পরপর এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছে। তাই আমি মনে করি এই ম্যাচে আমরা আন্ডারডগ হয়েই নামব।”
Uncategorized
সচিনের রাজকীয় অভ্যর্থনা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: উইম্বলডনের সেন্টার কোর্টে রাজকীয় অভ্যর্থনা পেলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে নানা অনন্য রেকর্ড গড়েছেন মাস্টার ব্লাস্টার। উইম্বলডনে এই কিংবদন্তিকে তাই অভ্যর্থনা জানালো টেনিস দুনিয়া। প্রসঙ্গত শনিবার উইম্বলডনে ক্যামেরন নরি বনাম আলেজান্ডার জেরেভের ম্যাচ চলাকালীন সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন সচিন। সেই সময় তাঁকে স্বাগত জানাতে স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখানো হচ্ছিল। সাথে সাথে গোটা স্টেডিয়াম তাঁকে হাততালি দিয়ে অভ্যর্থনা জানায়। সচিন নিজেও উঠে দাঁড়িয়ে সকলের অভিবাদন গ্রহণ করেন। তিনি ছাড়াও ভিআইপি গ্যালারিতে এদিন উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার এবং জো রুট। এছাড়াও ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি