Connect with us

Uncategorized

প্রচুর সুযোগ নষ্ট! লেবাননের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ড্র করল ভারত…

Published

on

সৌম্যজিৎ দে ও শুভম মন্ডল, ভুবনেশ্বর: লেবাননের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপের নিয়ম রক্ষার ম্যাচটি গোলশূন্য ড্র করল ভারত। গোটা ম্যাচে অনেকগুলি সুযোগ তৈরি করেও তা থেকে গোল তুলে নিতে ব্যর্থ হয় ভারতীয় দল। এই লেবাননের বিরুদ্ধেই আগামী রবিবার অর্থাৎ ১৮ই জুন ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে এতগুলো সুযোগ তৈরি করেও ম্যাচ ড্র হওয়া চিন্তায় রাখবে ইগর স্টিমাচকে।

লেবাননের বিরুদ্ধে এদিন বেশ কিছু পরিবর্তন করেন হেড কোচ ইগর স্টিমাচ। সুনীল ছেত্রীর পরিবর্তে এদিন অধিনায়ক হিসেবে শুরু করেন ভারতের হয়ে ৫১তম ম্যাচ খেলা সন্দেশ ঝিঙ্গান।

এদিন ম্যাচের শুরুতেই গোল করার দারুণ সুযোগ পান অনিরুদ্ধ থাপা। খেলার চার মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাঙতে এবং চোট সারিয়ে এই টুর্নামেন্টে প্রথম খেলতে নামা আশিক কুর্নিয়ান দারুন পাস খেলে অনিরুদ্ধকে বল বাড়ান, তবে অনিরুদ্ধ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন। এরপর ৭ মিনিটের মাথায় ছাঙতের থেকে একটি দারুণ বল পান আশিক, তবে তিনিও বলটি গলে রাখতে ব্যর্থ হন। যদিও শুরু থেকেই লেবাননকে দারুন চাপে রাখে ভারত। এরপর খেলার ১৯ মিনিটের মাথায় আশিক আরও একটি সুযোগ পান। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েও তিনি বলটি সোজা বিপক্ষের গোলরক্ষক আলি সাবের হাতে মারেন। খেলার বয়স যখন ২৭ মিনিট লেবাননের ফুটবলার দারেইচকে ফাউল করার জন্য ভারতীয়দের মধ্যে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সাহাল আব্দুল সামাদ। প্রথমার্ধে এরপর ভারত এবং লেবানন দুই দলই অল্পবিস্তর সুযোগ তৈরি করলেও কেউই গোল করতে পারেননি এবং প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ভারত বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও একের পর এক মিসের ফুলঝুরি ছোটাতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় উদান্তার থেকে বল পান আকাশ মিশ্র। আকাশ অনিরুদ্ধ থাপাকে উদ্দেশ্য করে ক্রস বাড়ালে অনিরুদ্ধ অল্পের জন্য তাতে পা লাগাতে ব্যর্থ হন। নইলে সেখান থেকেই প্রথম গোল পেয়ে যায় ভারত। এরপর ৫৬ মিনিটের মাথায় লেবাননের ফুটবলার ফেরানের একটি ভুলকে কাজে লাগিয়ে আশিক মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান তবে গোলের ঠিক আগে লেবাননের তিন ডিফেন্ডার তাকে আটকে দেন। এরপর ৫৯ মিনিটের মাথায় রহিম আলিকে নামিয়ে আশিককে তুলে নেন কোচ।

এরপর খেলার ৭২ মিনিটের মাথায় ভারত দলের দ্বিতীয় পরিবর্তন আনে। সাহাল আব্দুল সামাদের জায়গায় মাঠে আসেন গত ম্যাচে দুরন্ত খেলা নাওরেম মহেশ সিং। তিনি আগের দিনের মতোই এদিনও দুরন্ত ফর্মে ছিলেন।

এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৮১ মিনিটে উদান্তার জায়গায় নামেন সুনীল এবং নিখিল পূজারির জায়গায় নামেন রাহুল ভেকে। এরপরই ৮৪ মিনিটের মাথায় ম্যাচের সব থেকে সহজ সুযোগ হারায় ভারত। রহিম আলি ম্যাচের সমস্ত সিটারটি নষ্ট করেন, যেটি একটি নিশ্চিত গোলের সুযোগ ছিল। এরপর ভারত আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি এবং ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়। ম্যাচের সেরা ঘোষিত হন সন্দেশ ঝিঙ্গান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending