Uncategorized
আইসিইউতে ভর্তি নেদারল্যান্ডসের প্রাক্তন গোলরক্ষক
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নেদারল্যান্ডস এর প্রাক্তন গোলরক্ষক এডুইন ভ্যান ডার সার হঠাৎই অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালের আইসিইউ তে। তার প্রাক্তন ক্লাব অ্যাজাক্স এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বর্তমানে তার বয়স ৫২। সূত্রের খবর ক্রোয়েশিয়ার একটি দ্বীপে ছুটি কাটাতে গেছিলেন এডুইন। আর সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এবং ব্রেনে গভীর আঘাত পাওয়ার কারণেই তাকে আপাতত রাখা হয়েছে আইসিইউতে।
অ্যাজাক্স এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর জন্য খেলা এই ফুটবলার এর অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে। এদিন অ্যাজাক্স এর পক্ষ থেকে টুইট করে বলা হয়, “এডুইন ভ্যান ডার সারের ব্রেনে রক্তক্ষরণ শুরু হয়। আপাতত হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। এখন তার অবস্থা স্থিতিশীল। আরো কিছু তথ্য পেলে আমরা নিশ্চয়ই সবাইকে জানাবো। আমরা সকলেই ওর দ্রুত আরোগ্য কামনা করি।”
গত মে মাসেই অ্যাজাক্স ছেড়েছেন ভ্যান ডার সার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত এই ফুটবলারের জন্য আপাতত চিন্তিত গোটা ফুটবল মহল।
Uncategorized
ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।
Uncategorized
মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।
Uncategorized
ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।
বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট12 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি