অন্যান্য খেলা
২১টি গ্র্যান্ড স্লামে থামতে রাজি নন নাদাল, এবারে নতুন লক্ষ্য স্থির করে ফেললেন তিনি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রাফায়েল নাদাল হলেন বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় যিনি ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। যদিও এখানেই থেমে থাকতে চাইছেন না স্পেনের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। এবার তার লক্ষ্য আরও গ্র্যান্ড স্ল্যাম জেতা। এখন তিনি একটি লক্ষ্য নিয়েই খেলেছেন যাতে তার ট্রফি সংখ্যা আরও বাড়ে।
অস্ট্রেলিয়া থেকে সদ্য অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে দেশে ফিরেছেন নাদাল। সেখানেই নিজের একাডেমিতে একটি সাংবাদিক বৈঠক করেন নাদাল। সেখানে তিনি বলেন,”আমি ঠিক কতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারব তা এখনই বলতে পারব না। কিছুদিন আগে যদি কেউ আমাকে বলতো আমি আবার টেনিস খেলব, আমি হয়তো সেটাই বিশ্বাস করতে পারতাম না। তবে হ্যাঁ এখন মনে হচ্ছে তিন জনের মধ্যে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতলে মন্দ হয় না।”
যদিও তার পরেই বেশ সতর্ক লাগলো নাদালকে। তিনি বললেন,”কতগুলি গ্র্যান্ড স্ল্যাম পাব তার সংখ্যা নিয়ে আমি একেবারেই ভাবতে রাজি নয়। যেটা আসবে সেটাই আমার কাছে ভালো তবে হ্যাঁ আমি যে ২১-এ থামতে রাজি নই সেটা ঠিক। তবে ভবিষ্যতে কি হবে আমি তা বলতে পারব না।”
এবারে আসন্ন ফরাসি ওপেনে নিজের গ্র্যান্ড স্লাম সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে নাদালের। প্যারিসের ক্লে কোর্টে তিনি ১৪ বারের চ্যাম্পিয়ন। সেখানের বাদশা বলা হয় তাকে। যদিও গত বারের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন নাদাল।
অন্যান্য খেলা
মহিলা সিঙ্গেলস থেকে ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ চিনা মাস্টার্স সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার যাত্রা শেষ হল দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর। দ্বিতীয় রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের যেও জিয়া মিনের কাছে হার স্বীকার করেন তিনি। এছাড়াও মহিলা সিঙ্গেলস থেকে বেরিয়ে গেছেন বাকি দুই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অনুপমা উপাধ্যায় এবং মালভিকা বানসদ।
শেষ ছয়বারের সাক্ষাতে ছয়বারই জয় নিজের নামে করেছিলেন সিন্ধু। তবে বৃহস্পতিবারের রেজাল্ট অন্য হল। এদিনের কঠিন ম্যাচে যেও জিয়া মিনের কাছে পরাজয় স্বীকারটি ছিল তাঁর বিরুদ্ধে সিন্ধুর প্রথম হার। প্রথম খেলায় ১৫-১৫ স্কোরলাইনে খেলা শেষ হয়। দ্বিতীয় খেলায় স্কোরলাইন থাকে ১৬-১৬। তবে নির্ধারক ম্যাচে সিন্ধু এগিয়ে থাকেন ১৩-৯ এ। যদিও কিছু ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে বেরিয়ে যান যেও জিয়া মিন।
এছাড়াও মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টন থেকে ছিটকে গিয়েছেন আরও দুই ভারতীয়। জাপানের নাতসুকি নিদারিয়ার বিরুদ্ধে ২১-৭ এবং ২১-১৪ ব্যবধানে হার স্বীকার করেন অনুপমা উপাধ্যায়। অপরদিকে ২১-৯, ২১-৯ এর ব্যবধানে থাইল্যান্ডের সুপানিদা কটেথিংয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেন মালভিকা বানসদ।
অন্যান্য খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার অলিম্পিক আয়োজন নিয়েও চলছে ভারত-পাক দ্বন্দ্ব। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিতর্ক রয়েছেই। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেননা তারা। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিসিআই। এছাড়াও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের পদক্ষেপও নিতে পারে বলে শোনা যাচ্ছে। এবারে এই বিতর্কের রেশ পড়ছে ক্রিকেটের বাইরেও। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করতে চলেছে ভারত। এবারে পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেই প্রচেষ্টার বিরোধীরা করতে পারে পাকিস্তানও।
অপরদিকে কোনও ক্রীড়াপ্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চায় না পাকিস্তান। এদিকে আসন্ন ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ভারত। ইতিমধ্যে সেই আয়োজনের কাজও শুরু হয়ে গিয়েছে ভারতের মাটিতে। তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি যে, ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করা নিয়ে বিরোধিতা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদনও করতে পারে পাকিস্তান। যার ফলে অলিম্পিক আয়োজনের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে। এছাড়াও অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, এবং সৌদি আরবও।
অন্যান্য খেলা
হকিকে বিদায় জানালেন রানি রামপাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল। মাত্র ১৪ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক ঘটে রানির। তারপর দেশের হয়ে ২৫০টি হকি ম্যাচ খেলে, ১০০টি গোল করেছেন তিনি। এছাড়াও অলিম্পিকের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারতের মহিলা হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন রানি। মাত্র ১৫ বছর বয়সেই রানি অংশগ্রহণ করেছিলেন ২০১০ হকি বিশ্বকাপে এবং সেখানে সাতটি গোলও করেছিলেন তিনি। যার ফলে নবম স্থান অর্জন করেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৭৮ সালের পর, সেইবারে বিশ্বকাপের মঞ্চে সব থেকে ভাল প্রদর্শন ছিল ভারতের।
১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে, তিনি হয়ে উঠেছিলেন হকির জগতের কিংবদন্তি খেলোয়াড়। তবে ২৯ বছর বয়সেই, অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রানি। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছেন, “আমি কখনও ভাবিনি যে, ভারতের হয়ে আমি এতদিন ধরে খেলতে পারব। তবে এটা একটা অসাধারণ সফর ছিল। আমার লক্ষ্য ছিল সবসময় যে আমি ভারতের হয়ে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরিনি কখনও”।
বহু প্রতিযোগিতায় রানির হাত ধরে অসামান্য সাফল্য পেয়েছে ভারত। তার মধ্যে ২০১৭ এবং ২০১৮ সালের মহিলাদের এশিয়া কাপে রুপো জয়ের সাফল্য অন্যতম। এছাড়াও ২০২০ টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারত, যা মহিলাদের হকিতে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ভাল সাফল্য। এছাড়া ২০১৬ সালে রানি অর্জুন সম্মানে সম্মানিত হন। তারপর ২০২০ সালে তিনি পান ‘খেলরত্ন’ পুরস্কার। এর সঙ্গে সেই বছরই পদ্মশ্রী সম্মান পান তিনি। অবশেষে ১৬ বছরের হকি কেরিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রানি রামপাল।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি