Connect with us

ইস্টবেঙ্গল

জয় দিয়েই ইন্ডিয়া ওমেন্স লিগের অভিযান শুরু করল লাল হলুদের মহিলা ব্রিগেড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান ওমেন্স লিগে জয় দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। ওড়িশার বিরুদ্ধে ইন্ডিয়ান ওমেন্স লিগের ম্যাচে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। গত মরশুম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে লাল হলুদের মহিলা ফুটবল দল। চলতি মরশুমেও কন্যাশ্রী কাপে চুটিয়ে খেলছেন তৃষা মল্লিকরা। এবার ইন্ডিয়ান ওমেন্স লিগের ম্যাচে ২-০ গোলে ওড়িশাকে হারিয়ে প্রথম পয়েন্ট ঘরে তুলল লাল হলুদের মেয়েরা। প্রথমার্ধেই বিপক্ষকে চাপের মধ্যে রেখেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শুরুতেই শিবানী দেবির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সাথী দেবনাথের ডান দিক থেকে বাড়ানো বল মার্গারেটের পা ছুঁয়ে শিবানীর কাছে আসে। বল জালে জড়াতে ভুল করেননি শিবানী দেবি।

প্রথমার্ধে ১-০ গোলের অগ্রগমণ ধরে রাখতে সক্ষম হয় মশাল বাহিনী। দ্বিতীয়ার্ধে মার্গারেটের গোলের ব্যবধান বাড়ায় লাল হলুদ ব্রিগেড। দুটি গোলের পাশাপাশি দুর্দান্ত রক্ষণ সামালালেন লাল হলুদের মহিলা ফুটবলাররা। মেলোডি চানু দুরন্ত কিছু সেভ করলেন তিন কাঠির নিচে। শেষ পর্যন্ত ২-০ গোলে ওড়িশার মহিলা দলকে হারিয়ে ইন্ডিয়া ওমেন্স লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।

আইএসএল

চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।

শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।

তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।

Continue Reading

ইস্টবেঙ্গল

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কুয়াদ্রাত

Published

on

রে স্পোর্টজ: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তবে ১৪ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই শঙ্কা কাজ করছে। তা হল বেশ কিছু স্বদেশি এবং বিদেশি তারকা ফুটবলারের চোট। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সউল ক্রেসপো, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিমানতাকোসরা চোটের তালিকায় রয়েছেন। তবে কলকাতায় আয়োজিত আইএসএলের মিডিয়া ডে অনুষ্ঠানে সমর্থকদের অভয় দিলেন লাল-হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সমর্থকদের আবেগ ভালোমতই বুঝি। আমি সকলকে বলতে চাই নিশু কুমার এবং প্রভাত লাকড়া ছাড়া প্রত্যেকে ফিট। দলের বেশ কিছু ভারতীয় ফুটবলার নানা কারণবশত অনুশীলনে ছিলেন না। পাশাপাশি জাতীয় দলে খেলার জন্য বেশ কয়েকজন ফুটবলার চলে গেছেন। এছাড়া অনেকে আবার প্রাক মরশুমে ঠিকঠাক প্রস্তুতির মধ্যে ছিল না। সেই কারণেই একটা ছোট সমস্যা তৈরি হয়েছিল, তবে বর্তমানে গোটা দল প্রস্তুত এবং আমি তাতে খুশি।”

ইস্টবেঙ্গল বেশ কয়েক বছর আইএসএল খেললেও, কোনওবারই প্লে-অফে পৌঁছতে পারেনি। সেই ব্যাপারে উত্তর দিতে গিয়ে কুয়াদ্রাত বলেন, “শেষ পাঁচ বছরে এই প্রথমবার দল একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএলে এটা আমাদের পঞ্চম বছর। এই প্রথম পরপর দু’বছর কোচ একই রয়েছে। দল এবার একটু থিতু হয়েছে। গত বছরের বেশ কিছু ফুটবলার এবারেও দলে রয়েছেন। দীর্ঘ কয়েক বছর পরে একজন কোচ টানা ৩৫টি ম্যাচে দলকে পরিচালনা করার সুযোগ পাচ্ছে। দল একেবারে সঠিক পথে চলছে, আর আমরা প্রত্যেকে আসন্ন আইএসএলে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।” এখন দেখার কার্লেস কুয়াদ্রাত তাঁর দলকে প্রথমবারের জন্য আইএসএলের প্লে-অফে নিয়ে যেতে পারেন কিনা।

Continue Reading

ইস্টবেঙ্গল

ইস্ট-মোহনের আন্দোলনে সামিল ক্যাপ্টেন শুভাশিস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিকেল সারে পাঁচটা, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তখন শুধুই কালো মাথা। আর জি কর কান্ডের প্রতিবাদে একসঙ্গে মিছিলে পা মেলালো বাঙাল-ঘটি। ইস্ট-মোহনের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন ক্যাপ্টেন শুভাশিস। ডার্বি বাতিলের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে এত মানুষের সমাগম দেখে আপ্লুত বাগান অধিনায়ক। তিনি বললেন “আজ আমি সাধারণ হিসাবে, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আমি চাই দোষীদের শাস্তি হোক। আর যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, ততদিন এই লড়াই চলবে। দুই প্রধানের সমর্থকদের পাশে থাকার বার্তা দিলেন শুভাশিস।

Continue Reading

Trending