Connect with us

ফুটবল

জেলার তরুণ ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ হতে চলেছে স্পেনের ক্লাবে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ আইএফএ এবং বাংলা নাটক ডট কম একই সাথে যুক্ত হল জেলা ফুটবলের উন্নতিতে। রাজ্যের ফুটবলের উন্নতি সাধনের জন্য জেলা থেকে নতুন প্রতিভা তুলে আনা দরকার। তাই পুরুলিয়া, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি থেকে তরুণ ফুটবলারদের নিয়ে এসে তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইউ এক্সেল স্পোর্টস ভেনচারের সহযোগিতায় দুটি মডেল জেলা হিসাবে পুরুলিয়া নদীয়া থেকে চারজন, উত্তর ২৪ পরগনা এবং হুগলি থেকে একজন করে মোট ৬ জন তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছে। যাদেরকে নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে স্পেনের মহিলা ক্লাবের একাডেমিতে প্রশিক্ষণ হবে। পুরুলিয়া থেকে মহেশ্বর সিং সরদার, নদীয়া থেকে দেবজিত রাউত, বিশাল সূত্রধর ও প্রেনাংশু ঠাকুর এবং উত্তর ২৪ পরগণার অনিকেত মন্ডল এই প্রশিক্ষণের অধীনে থাকবে। স্পেনের মন্ট্রিল একাডেমির প্রশিক্ষক ফেরেন্দ তোরেস এবং বাংলার প্রথম প্রো লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক শংকরলাল চক্রবর্তী এই বাছাইয়ের দায়িত্বে ছিলেন।

শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাবুতে এক সাংবাদিক সম্মেলনে এই প্রশিক্ষণের কথা ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং আরও কয়েকজন আইএফএ অফিসিয়ালরা, বাংলা নাটক ডট কমের কর্ণধার অমিতাভ ভট্টাচার্য, ইউ এক্সেল স্পোর্টস ভেনচারের সঞ্জিত সেন। প্রমুখ ওদের উপস্থিতিতেই এই আমার কথা ঘোষণা করা হয়। আগামী দিনের ফুটবলের উন্নতির কথা ভেবে এই প্রশিক্ষণ ফলপ্রসূ হবে বলেই মনে করছে বাংলার ফুটবল মহল।

ফুটবল

২৭ জনের দল ঘোষণা করলেন স্টিমাচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামার আগে ভুবনেশ্বরে জোরকদমে প্রস্তুতিতে মগ্ন স্টিমাচ ব্রিগেড। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ হিসেবে এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। কুয়েতের বিরুদ্ধে মাঠে নামার আগে ২৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। ভুবনেশ্বরের ক্যাম্প থেকে লাচেনপা,পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হামাদ এবং এমএস জিতিনকে বাদ দেওয়া হয়েছে। ২৯ মে পর্যন্ত তারা ভুবনেশ্বরে অনুশীলন করে কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন সুনীল ছেত্রীরা। কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আগেভাগেই শহরে পা রাখবেন তাঁরা। লক্ষ্য একটাই কলকাতার মাটিতে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া। পাশাপাশি সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে তাঁকে জয় উপহার দেওয়া।

Continue Reading

ফুটবল

কিয়ান নাসিরি পা বাড়ালেন চেন্নাইয়েন এফসিতে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গত কয়েক মরসুম সবুজ-মেরুন জার্সিতে বল পায়ে মাঠে নেমেছিলেন কিয়ান নাসিরি। বেশ কিছু ম্যাচে দলের হয়ে গোল করেছেন। ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট-ট্রিক করে দলকে জিতিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত মরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে বেশ কিছু ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে নজর কেড়েছিলেন কিয়ান নাসিরি। তবে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন মরসুমে চেন্নাইয়েন এফসিতে যেতে পারেন তিনি। সেটাই নিশ্চিত হয়ে গেল। আগামী মরসুমে আর সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না কিয়ান নাসিরিকে। আগামী মরসুমে চেন্নাইয়েন এফসির জার্সি গায়েই খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে।

Continue Reading

ফুটবল

ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সুনীল ছেত্রী শুধু একটা নাম নয়, ভারতীয় ফুটবলের আবেগ। বৃহস্পতিবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচেই শেষ বারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সুনীলকে। বিদায়বেলায় সুনীলকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তার সতীর্থরা। ফুটবলের ময়দান ছাড়িয়ে সুনীলের জন্য শুভেচ্ছা পাঠাচ্ছেন ক্রিকেট দুনিয়ার ব্যক্তিত্বরা।

সুনীল ছেত্রীর খুব কাছের বন্ধু বিরাট কোহলি। বন্ধুর বিদায়বার্তা জানতে পেরেই তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট। বললেন “ভাই, তোমার জন্য আমি গর্বিত।” আইপিএল চলাকালীন আরসিবির শিবিরেও দেখা গিয়েছিল ছেত্রীকে। সুনীলের সতীর্থ গুরপ্রীত বললেন “এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম না। ৬ জুন গোটা দেশ তোমার অবসর উদযাপন করবে। তুমিই সবার সেরা অধিনায়ক।” অন্যদিকে ভারতীয় ফুটবল সংস্থা বা ক্রিকেট বোর্ড, সকলেই শুভেচ্ছা জানালেন সুনীলকে। প্রায় দুই দশক ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করে সুনীল এখন জাতীয় আইকন।

Continue Reading

Trending