Connect with us

আইএসএল

ISL 2024/25: ওড়িশাকে হারিয়ে লুকা মাচেনকে জয় উৎসর্গ পঞ্জাব ফুটবলারদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারিয়ে পরপর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল পঞ্জাব এফসি। ঘরের মাঠে এই মরশুমের প্রথম জয় পেল তারা। গতবছর দুবারই হারের মুখে দেখলেও, এই প্রথমবারের জন্য ওড়িশাকে আইএসএলে হারাল পঞ্জাব।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ওড়িশা দল। একদম শুরুতেই রয় কৃষ্ণা বক্সের ভেতর ঢুকে পড়লেও গোল করতে পারেননি তিনি। কিন্তু ম্যাচের ২৮ মিনিটে পঞ্জাবের হয়ে প্রথম গোলটি করেন নিহাল সুদীশ। গোল করার পরেই সেই গোলটি তিনি উৎসর্গ করেন তাঁর দলের অধিনায়ক লুকা মাচেনকে। গত ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলার সময় রাহুল কেপির করা ফাউল থেকে গুরুতরভাবে আহত হয়েছেন লুকা। আজকে গোল দিয়ে তাঁরই পাশে দাড়ালেন তাঁর সতীর্থরা। গোল করার পর লুকার জার্সি নিয়ে সমর্থকদের গিয়ে দেখান নিহাল। প্রথমার্ধের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন পঞ্জাবের আক্রমণভাগের খেলোয়াড় বাকেঙ্গা। ওড়িশাও নিরন্তর গোল পরিশোধের চেষ্টা চালিয়ে গেলেও পঞ্জাব রক্ষণ যথেষ্ট ভাল ফুটবল খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। অপরদিকে পঞ্জাবও অনেক সুযোগ তৈরি করে ফেলেছিল। দূরপাল্লা শটে তারা অনেকবার ওড়িশা গোলরক্ষক অমরিন্দরকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লিয়ন অগাস্টিন ম্যাচের দ্বিতীয় গোলটি করে পঞ্জাবকে জয়ের কাছে এনে দেন। পরে সংযোজিত সময় হুগো বুমোস একটি গোল পরিশোধ করেন। এই জয়ের সাথে ২ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এল পঞ্জাব।

আইএসএল

ISL 2024/25: গোয়া ম্যাচে জয়ই লক্ষ্য মহামেডানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শেষ মুহূর্তের গোলে প্রথম ম্যাচে ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছিল মহামেডানকে। ম্যাচ হারলেও, যথেষ্ট নজর কারা ফুটবল খেলেছে তারা। এবার, শনিবার দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই আবারও ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে সাদা-কালো ব্রিগেড। ঘরের মাঠে প্রথম পয়েন্ট অর্জনই লক্ষ্য হবে আন্দ্রে চেরনিশভের।

শুক্রবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের অনুশীলন সারল মহামেডান। বল পায়ে অনুশীলনে মূলত দেখা গেল পাসিং ফুটবল এবং সেট পিসের উপরেই বেশি জোর দিচ্ছেন হেড কোচ আন্দ্রে চেরনিশভ। বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিংও করতে দেখা গেল গোটা দলকে। মাত্র ৪৫ মিনিট অনুশীলন করলেন কাসিমভ, রেমসাঙ্গারা।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে চেরনিশভ জানালেন, “প্রথম ম্যাচের হারটা সত্যিই হতাশার। তবে এটাও বুঝতে হবে আমরা প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে নেমেছি। তাই ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা এগিয়ে যাব এবং আগামীতে ভাল ফলের চেষ্টা করব।” প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার আরেক মূল কারণ হল অনেক গোলের সুযোগ নষ্ট করা। আক্রমণভাগের ফুটবলার অ্যালেক্সিস, মানজুকিরা অনেক সুযোগকে জালে জড়াতে পারেননি। তবে সেই বিষয়ে এখনই বেশি ভাবতে চাইছেন না চেরনিশভ। তিনি জানান, “সবাইকে মনে রাখতে হবে এটা আইএসএল। এখানে খেলার মান আমাদের আরও উন্নত করতে হবে এবং আরও বেশি পরিশ্রম করতে হবে।” এবারে দেখার এফসি গোয়াকে হারাতে কী পরিকল্পনা নিয়ে মাঠে নামে সাদা-কালো ব্রিগেড।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: জোড়া গোলে জয়ের পাশাপাশি নতুন রেকর্ড সুনীলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে বেঙ্গালুরুর ঘরের মাঠে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসি। যদিও তারা পরাস্ত করতে পারেনি সুনীল ছেত্রীর দলকে। প্রথম থেকেই হায়দ্রাবাদ যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তবে কাজের কাজ তারা করতে পারছিলনা। বেঙ্গালুরু ৩-০ গোলে হারায় নিজামসদের। অপরদিকে মাঠে নেমেই জোড়া গোল করে নতুন রেকর্ড তৈরি করলেন সুনীল ছেত্রী। ওগবেচেকে ছাপিয়ে গিয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার নজিরটি গড়লেন তিনি।

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কর্নার থেকে ভেসে আসা বলকে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন দলের অধিনায়ক রাহুল ভেকে। ৭ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করে হায়দ্রাবাদ এফসি। দেবেন্দ্র মুরগাওকারের শট বার উঁচিয়ে চলে যায়। তার পরেও আক্রমণের ধার কমায়নি নিজামসরা। কিন্তু প্রথমার্ধে গোলশূন্য ফলাফলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোড়া গোল করেন সুনীল ছেত্রী। ৫৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯০ মিনিটের মাথায় এডগার মেন্দেজের ভেসে আসা ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ছেত্রী। এরই পাশাপাশি আইএসএলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন সুনীল ছেত্রী। ঘরের মাঠে দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে এখন বেঙ্গালুরু এফসি। তারা চাইবে এই জয়ের ধারা অব্যাহত রাখতে।

Continue Reading

আইএসএল

‘শারীরিক ও মানসিকভাবে খুবই শক্তিশালী আশুতোষ’, বলছেন খালিদ জামিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপে ইন্ডিয়ান আর্মি দলের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান আশুতোষ মেহতা। চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে এম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এই দৃশ্য দেখে সমর্থক থেকে শুরু করে দলের সবারই একটা চিন্তার বিষয় কাজ করেছিল সেদিন। কিন্তু, সেখান থেকে নিজেকে সুস্থ করে ফিরে, আইএসএলের ম্যাচে নামলেন আশুতোষ।

বিগত দু’বছর ভারতীয় ফুটবল থেকে নির্বাসিত ছিলেন আশুতোষ মেহতা। নির্বাসন কাটিয়ে ফিরে তিনি সই করেন জামশেদপুর এফসিতে। চোট থেকে সুস্থ হয়ে আশুতোষের দলে ফিরে আসায় উচ্ছ্বসিত দলের হেড কোচ খালিদ জামিল। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এরম চোটের পর, বহু খেলোয়াড়রা অনেক মাস বা বছর নিয়ে ফেলে নিজেদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ করে তুলতে। কিন্তু আশুতোষের মানসিকতা একদমই অন্যরকম। এত তাড়াতাড়ি নিজেকে পুরোপুরিভাবে খেলায় ফিরিয়ে আনার পেছনে বোঝাই যাচ্ছে কতটা সাহস এবং খেলার জেদ রয়েছে ওর মধ্যে।”

দল থেকে প্রভাত লাকরা বেরিয়ে যাওয়ার পর, খালিদ জামিলের হাতে সেরকম ফুটবলার উপস্থিত ছিলনা। আশুতোষকে পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন তিনি। রাইট ব্যাকের জায়গাটায় আশুতোষকে খেলানোয় অ্যাটাক এবং ডিফেন্সে বাড়তি সুবিধে পাবে জামশেদপুর দল। এবারে দেখার জামিলের হাতে পড়ে কত দ্রুত নিজেকে আবারও ভারতীয় ফুটবলে মেলে ধরতে পারেন আশুতোষ মেহতা।

Continue Reading

Trending