আন্তর্জাতিক ফুটবল
আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে অঘটন ঘটিয়ে বার্সেলোনাকে ছিটকে দিয়েছিল ইন্টার মিলান। বুধবার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পিএসজি। ১ জুন ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম লেগ সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল পিএসজি। ফলে ঘরের মাঠে ফিরতি লেগে মাঠে নামার আগে একটু হলেও সুবিধা ছিল লুইস এনরিকের দলের।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের উপর আধিপত্য বিস্তার করে পিএসজি। ২৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান হাকিমি। মিনিট চারেক পরেই আর্সেনালের হয়ে একটি গোল পরিশোধ করেন বুকায়ো সাকা। এরপর বিক্ষিপ্ত কিছু সুযোগ পেলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি আর্সেনাল।